লর্ডসে ধরাশায়ী হওয়ার পর তৃতীয় টেস্টের জন্য স্পোর্টিং পিচের খোঁজে ইংল্যান্ড

Updated By: Jul 26, 2014, 01:55 PM IST
লর্ডসে ধরাশায়ী হওয়ার পর তৃতীয় টেস্টের জন্য স্পোর্টিং পিচের খোঁজে ইংল্যান্ড

লর্ডসের সবুজ পিচে ইংল্যান্ড ধরাশায়ী হতেই এজিএস বোলের পিচকে পুরোপুরি স্পোটিং করে তোলার উদ্যোগ শুরু হয়। হ্যাঁ একেবারেই ঠিক । তবে এই পিচকেও কিন্তু ভয় পাচ্ছেন অত্যন্ত চাপে থাকা ইংল্যান্ড অধিনায়ক অলিস্টার কুক। বরং পিচ দেখে ঠোঁটের কোনে হাসি মহেন্দ্র সিং ধোনির।

রবিবার তৃতীয় টেস্ট খেলতে নামার আগে তাই অনেকটাই ফুরফুরে মেজাজে ধোনিরা।সাউদাম্পটনের এই পিচ যথেষ্ট শক্ত। ভাল বাউন্সও মিলবে। ফলে চার পেসার রাখার যুক্তি খুঁজে পাচ্ছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে স্টুয়ার্ট বিনিকে বসিয়ে রোহিত শর্মাকে খেলানোর একটা ভাবনা রয়েছে ভারতীয় দলের মাথায়। কারন বল হাতে বিনি খুব একটা কিছু করতে পারেননি প্রথম দুটি টেস্টে। রোহিত খেলিয়ে ব্যাটিং লাইন আপের শক্তি বাড়ানো যেমন লক্ষ্য। তেমনই রোহিতের অফ স্পিনটাকেও এই কাজে লাগানো যাবে বলে মনে করে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। তবে মহেন্দ্র সিং ধোনির  গেম প্ল্যানে  অশ্বিনের নামও রয়েছে। ইংল্যান্ড শিবিরকে চাপে রাখতে একজন স্পেশালিস্ট খেলানোর ভাবনা রয়েছে ধোনির মাথায়। এদিকে সাউদাম্পটনে অভিষেক ঘটতে চলেছে ইংল্যান্ড উইকেটরক্ষক বাটলারের।
                 

.