Bhavina Patel: 'রুপোর কন্যা'কে শুভেচ্ছা Kovind থেকে PM Modi র

জাতীয় ক্রীড়া দিবসের সকালে দেশবাসীকে গর্বিত করেছেন ভাবিনা প্যাটেল।  

Updated By: Aug 29, 2021, 10:39 AM IST
Bhavina Patel: 'রুপোর কন্যা'কে শুভেচ্ছা Kovind থেকে PM Modi র

নিজস্ব প্রতিবেদন: জাতীয় ক্রীড়া দিবসের (National Sports Day 2021) সকালে দেশবাসীকে গর্বিত করেছেন ভাবিনা প্যাটেল (Bhavinaben Patel)। রবির সকালে টোকিও প্যারালিম্পিক্সের (Tokyo Paralympics) টেবিল টেনিসে রুপো জিতে ইতিহাস লিখেছেন তিনি। ফাইনালে সোনা হাতছাড়া হলেও ভাবিনা প্রথম ভারতীয় হিসেবে প্যারালিম্পিক্সে টেবিল টেনিস জিতে  ইতিহাস লিখেছেন।

ঐতিহাসিক এই জয়ের জন্য দেশের কন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ (Ram Nath Kovind০ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

আরও পড়ুন:Tokyo Paralympics: ভারতীয় প্যাডলার হিসাবে প্রথম পদক, টোকিওয় রুপো জিতলেন ভাবিনাবেন

৩৪ বছরের গুজরাটের ভাবিনাকে এদিন হারতে হয়েছে দু'বারের সোনাজয়ী চিনা প্রতিদ্ববন্দ্বী ঝাউয়ের কাছে। মাত্র ১৯ মিনিটের লড়াইয়ে ভাবিনার সোনার দৌড় শেষ হয়েছে ৭-১১, ৫-১১, ৬-১১ ব্যবধানে। ফাইনালে সোনা হারলেও ভারতীয়দের মন জয় করে নিয়েছেন ভাবিনা। সবার মুখে এখন একটাই নাম, ভাবিনা প্যাটেল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.