হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন ধোনি

সিডনি টেস্টে হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর মতে, পিচ ব্যাটিং সহায়ক হলেও তাঁর দলের ব্যাটসম্যানরা তা থেকে ফায়দা তুলতে পারেননি।

Updated By: Jan 6, 2012, 08:42 PM IST

সিডনি টেস্টে হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর মতে, পিচ ব্যাটিং সহায়ক হলেও তাঁর দলের ব্যাটসম্যানরা তা থেকে ফায়দা তুলতে পারেননি। উল্টোদিকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা পিচকে কাজে লাগিয়ে তাঁদের চাপে ফেলে দেন। তবে মাহি স্বীকার করেছেন, বিদেশের মাটিতে
টানা ছটি টেস্টে হারের কোনও কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। পরপর দুই টেস্টে হারের পর ভারতের কোচ ডানকান ফ্লেচারেরও সমালোচনায় সরব প্রাক্তন ক্রিকেটাররা।
প্রাক্তন ক্রিকেটারদের পথে হাঁটতে নারাজ ভারত অধিনায়ক।

.