ভারতীয় দলের বোলারদের মান খারাপ, মানলেন ধোনি

দলের পেস বোলারদের মান নিয়ে প্রশ্ন তুললেন মহেন্দ্র সিং ধোনি। জোরে বোলার নয় নির্বাচকদের ভালমানের বোলার নেওয়ার পরামর্শ ভারত অধিনায়কের।  ধোনির এই মন্তব্যকে সমর্থন করেছেন সুরেশ রায়নাও।

Updated By: Jun 26, 2015, 08:45 PM IST
ভারতীয় দলের বোলারদের মান খারাপ, মানলেন ধোনি

ব্যুরো:দলের পেস বোলারদের মান নিয়ে প্রশ্ন তুললেন মহেন্দ্র সিং ধোনি। জোরে বোলার নয় নির্বাচকদের ভালমানের বোলার নেওয়ার পরামর্শ ভারত অধিনায়কের।  ধোনির এই মন্তব্যকে সমর্থন করেছেন সুরেশ রায়নাও।

বাংলাদেশের কাছে সিরিজ হারের পর নিজের দলের পেস বোলারদের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়ক বলেন টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে শুধুই কী জোরে বোলার নেওয়া উচিত? না কি ভাল মানের বোলার নেওয়া উচিত? কারণ দলে এমন কয়েকজন জোরে বোলারকে নেওয়া হয়েছে যাদের মাঠে পারফরম্যান্স খুবই খারাপ। ধোনির এই মন্তব্যকে সমর্থন করেছেন সুরেশ রায়নাও।
                                  
দলের স্বার্থে চার নম্বরে ব্যাট করতে নেমে সফল হওয়ায় খুশি ধোনি। ধোনি বলেন, 'মিডল অর্ডারে বড় পার্টনারশিপ হচ্ছিল না বলেই নিজেকে চার নম্বরে নিয়ে এসছি'।

.