প্রয়াগ ম্যাচই অগ্নিপরীক্ষা হতে চলেছে সন্তোষ কাশ্যপের

ক্রমাগত ব্যর্থতার পরও কাশ্যপের উপর কর্তারা আস্থা রাখলেও, বাস্তব পরিস্থিতি হচ্ছে প্রয়াগ ম্যাচই অগ্নিপরীক্ষা হতে চলেছে সন্তোষ কাশ্যপের। কেননা সেই ম্যাচের পর দুসপ্তাহ আই লিগ বন্ধ থাকবে। প্রয়াগ ম্যাচে হারলে কাশ্যপের বিদায় কার্যত নিশ্চিত। সেক্ষেত্রে মোহনবাগানে আবার দেখা যেতে পারে বিদেশি কোচ।

Updated By: Oct 7, 2012, 09:44 PM IST

ক্রমাগত ব্যর্থতার পরও কাশ্যপের উপর কর্তারা আস্থা রাখলেও, বাস্তব পরিস্থিতি হচ্ছে প্রয়াগ ম্যাচই অগ্নিপরীক্ষা হতে চলেছে সন্তোষ কাশ্যপের। কেননা সেই ম্যাচের পর দুসপ্তাহ আই লিগ বন্ধ থাকবে। প্রয়াগ ম্যাচে হারলে কাশ্যপের বিদায় কার্যত নিশ্চিত। সেক্ষেত্রে মোহনবাগানে আবার দেখা যেতে পারে বিদেশি কোচ।
ফেডারেশন কাপের ব্যর্থতার পর আই লিগের প্রথম ম্যাচেও হার মোহনবাগানের। ক্রমাগত ব্যর্থতার পরও কোচ সন্তোষ কাশ্যপের উপর আস্থা রাখছেন মোহনবাগান কর্তারা। শিলংয়ে হারের পর কলকাতায় ফিরে ক্লাব সচিব অঞ্জন মিত্র জানান,লাজংয়ের বিরুদ্ধে দল অনেক সুযোগ তৈরি করেছিল। বিপক্ষ দলের গোলকিপারের ম্যাচের সেরা হওযাই তার প্রমাণ। ক্লাব সচিবের দাবি,টোলগে-ওডাফা জুটি সেরা। ফিটনেস ফিরে পেলেই চেনা ছন্দে ফিরবে মোহনবাগান।সমর্থকদেরও ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
 
শিলং থেকে কলকাতায় ফিরল মোহনবাগান। জয় দিয়ে আই লিগ অভিযান শুরু করার স্বপ্ন নিয়ে শহরে ছেড়েছিলেন টোলগে-ওডাফারা। কিন্তু খালি হাতে ফিরতে হল তাদের। লাজংয়ের কাছে হারের পর কলকাতায় ফিরে আরও একবার সাফাই দিলেন মোহনবাগান কোচ। আই লিগে মোহনবাগানের পরের ম্যাচ প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে।
 

.