WATCH | PM Modi | BGT 2023: ৭৫ বছরের ক্রিকেটীয় সম্পর্ক, আহমেদাবাদে মহোৎসবে সামিল মোদী-অ্যালবানিজ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বৃহস্পতিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চতুর্থ টেস্টের শুরুতে পৌঁছেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার আহমেদাবাদে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ উপস্থিত ছিলেন মাঠে। স্টেডিয়ামে পৌঁছানোর পর দুই প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। তারপরে স্টেডিয়ামের চারপাশে ঘুরে তাঁরা দর্শকদের উদ্দেশ্যে হাত নারেন।
আলবানিজ অস্ট্রেলিয়ার স্ট্যান্ড-ইন অধিনায়ক স্টিভ স্মিথকে একটি ব্যাগি গ্রিন ক্যাপ তুলে দেন। অন্যদিকে মোদী ভারতের অধিনায়ক রোহিত শর্মার হাতে একটি বিশেষ ক্যাপ তুলে দেন। আহমেদাবাদে খেলা শুরুর আগে অনুষ্ঠানস্থলে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়।
A special welcome & special handshakes!
The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji and the Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese meet #TeamIndia & Australia respectively. @narendramodi | @PMOIndia | #TeamIndia | #INDvAUS pic.twitter.com/kFZsEO1H12
— BCCI (@BCCI) March 9, 2023
আহমেদাবাদের স্টেডিয়ামটি, ২০২১ সালে সংস্কার করার পরে ফের চালু হয়েছিল। প্রধানমন্ত্রী মোদীর সম্মানে এর নতুন নামকরণ করা হয়েছিল। ভারতীয় প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, আহমেদাবাদ স্টেডিয়ামে মাথের চারপাশে একটি ক্রিকেট-থিমের গাড়িতে ঘুরে দর্শকদের অভিবাদন জানান। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে '৭৫ বছরের বন্ধুত্ব' উদযাপনের জন্য চতুর্থ টেস্টের আগে তাঁরা দুই জন মাঠে উপস্থিত হন।
The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji and The Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese have arrived at the stadium! @narendramodi | @PMOIndia | @AlboMP | #TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/5bijT2ENJ5
— BCCI (@BCCI) March 9, 2023
এর আগে, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ আহমেদাবাদে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সিরিজের শেষ টেস্টে অজিরা তাঁদের টিম অপরিবর্তিত রেখেছে। অন্যদিকে ভারতের ক্ষেত্রে মহম্মদ সিরাজের জায়গায় দলে জায়গা পেয়েছেন মহম্মদ শামি। কাজের চাপ কমানোর লক্ষ্যে তৃতীয় টেস্টে শামিকে বিশ্রাম দেওয়া হয়েছিল কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য এই টেস্ট ভারতে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ম্যাচে ষামি ফিরিয়ে নিয়ে আসা বুঝিয়ে দিচ্ছে ভারত এই ম্যাচ জেতার জন্য কতটা মরিয়া।
Incredible moments
The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji and the Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese take a lap of honour at the Narendra Modi Stadium in Ahmedabad@narendramodi | @PMOIndia | #TeamIndia | #INDvAUS | @GCAMotera pic.twitter.com/OqvNFzG9MD
— BCCI (@BCCI) March 9, 2023
অস্ট্রেলিয়া ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে। গত সপ্তাহে ইন্দোরে ভারতের বিরুদ্ধে তাঁদের জয়ের মাধ্যমে শিরোপার লড়াইয়ের ফাইনালের যোগ্যতা অর্জন করেছে। ভারতের সামনে সরাসরি ফাইনালে যাওয়ার জন্য আস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই চতুর্থ টেস্টে জয় প্রয়োজন। যদি ভারত টেস্ট জিততে ব্যর্থ হয়, তবে তাদের যোগ্যতা অর্জনের জন্য নির্ভর করতে হবে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে দুটি টেস্ট সিরিজের ফলাফলের উপর। এই সিরিজ বৃহস্পতিবার শুরু হয়েছে।
The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji presents the special cap to #TeamIndia captain @ImRo45 while The Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese presents the cap to Australia captain Steve Smith.@narendramodi | @PMOIndia | #INDvAUS pic.twitter.com/8RH70LOx0v
— BCCI (@BCCI) March 9, 2023
ভারত চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে এবং ইতিমধ্যেই বর্ডার-গাভাস্কার ট্রফির উপর নিজেদের দখল কায়েম করেছে। এর ফলে ভারতীয় দল টানা তৃতীয়বার এই ট্রফিটি নিজেদের দখলে রাখবে। শেষ দুটি সিরিজেই তাঁরা ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।