অলিম্পিক্সে রুপো (রিয়ো ডি জেনেইরো ২০১৬) ও ব্রোঞ্জ (টোকিয়ো ২০২০) জেতা সিন্ধুর চোখে এখন সোনার চকমকে স্বপ্ন। তিনি সোনা ছাড়া আর কিছুই ভাবছেন না। কারণ বাকি দুই পদক তাঁর তেলেঙ্গনার বাড়ির ট্রফি ক্য়াবিনেটে সাজানো রয়েছে। সিন্ধু এবার প্য়ারিসে পাড়ি জমাবেন নতুন কোচ আগাস স্য়ান্টোসোর সঙ্গে। আর মেন্টর হিসেবে পাচ্ছেন আটের দশকের অল ইংল্য়ান্ড চ্য়াম্পিয়ন প্রকাশ পাড়ুকোনকে।
সিন্ধু জানেন সোনা জেতা রীতিমতো কঠিন হতে চলেছে। প্য়ারিস উড়ে যাওয়ার আগে জিও সিনেমায় দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'দেখুন ২০১৬ ও ২০২০ অলিম্পিক্সের দারুণ স্মৃতি রয়েছে আমার। তবে এবার আমি তৃতীয় পদকের জন্য় অল-আউট ঝাঁপাব। সোনার জন্য় ২০০ শতাংশ দেব। প্য়ারিস অলিম্পিক্সে একদম নতুন একটা শুভারম্ভ। আশা করি তৃতীয় পদক জিতে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারব। জানি পরপর তিনটি অলিম্পিক্সে পদক জেতা কোনও মশকরা নয়। তবে সোনা জেতার তাগিদই আমাকে মোটিভেট করে আত্মবিশ্বাসী করে তুলেছে। আর এবার কোচ হিসেবে আগাস স্য়ান্টোসো ও মেন্টর হিসেবে প্রকাশ পাড়ুকোনকে পেয়েছি। এটা বাড়তি পাওনা।'
সিন্ধু বলছেন লড়াই ভয়ংকর কঠিন হবে। তাঁর মতে কোর্টে দম বার করে দেবেন আন সে ইয়ং, আকানে ইয়ামাগুচি, ক্য়ারোলিনা মারিন, তাই জু ইংয়ের মতো বিশ্বের প্রথমসারির ব্য়াডমিন্টন খেলোয়াড়রা। আর ঠিক সাত দিন পর শুরু অলিম্পিক্স। চলবে ১১ অগস্ট পর্যন্ত।
বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.