নিজের কেরিয়ারের সেরা, ব্যাডমিন্টন তালিকায় দু'নম্বরে উঠলেন সিন্ধু

নিজের কেরিয়ারের সেরা RANKING-এ পৌছে গেলেন পি ভি সিন্ধু। ভারতের এই মহিলা শাটলার বিশ্ব ব্যাডমিন্টন র্যা ঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এলেন। রবিবার অলিম্পিকে সোনা জয়ী ক্যারোলিনা মারিনকে হারিয়ে প্রথমবার ইন্ডিয়া সুপার সিরিজে চ্যাম্পিয়ন হন সিন্ধু। তারপরই নিজের পয়েন্ট বাড়িয়ে দুই নম্বরে উঠে আসেন তিনি। শীর্ষে অবশ্য রয়েছেন চাইনিজ তাইপের তাই জু ইয়ং।

Updated By: Apr 7, 2017, 09:49 AM IST
নিজের কেরিয়ারের সেরা, ব্যাডমিন্টন তালিকায় দু'নম্বরে উঠলেন সিন্ধু

ওয়েব ডেস্ক: নিজের কেরিয়ারের সেরা RANKING-এ পৌছে গেলেন পি ভি সিন্ধু। ভারতের এই মহিলা শাটলার বিশ্ব ব্যাডমিন্টন র্যা ঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এলেন। রবিবার অলিম্পিকে সোনা জয়ী ক্যারোলিনা মারিনকে হারিয়ে প্রথমবার ইন্ডিয়া সুপার সিরিজে চ্যাম্পিয়ন হন সিন্ধু। তারপরই নিজের পয়েন্ট বাড়িয়ে দুই নম্বরে উঠে আসেন তিনি। শীর্ষে অবশ্য রয়েছেন চাইনিজ তাইপের তাই জু ইয়ং।

আরও পড়ুন ২৭ বছরের ডেভিস কাপের কেরিয়ারে এই প্রথম দলের বাইরে লিয়েন্ডার পেজ

সাইনা নেহওয়ালের পর দ্বিতীয় ভারতীয় মহিলা শাটলার হিসেবে সিন্ধু বিশ্ব ব্যাডমিন্টনে মহিলাদের তালিকায় দু নম্বরে উঠে এলেন। সাইনা অবশ্য বিশ্বের এক নম্বর তারকাও হয়েছিলেন দুহাজার পনেরো সালে। সিন্ধুর র্যাশঙ্কিংয়ের এই অগ্রগতি অবশ্য  দুহাজার ষোল সালের পারফরম্যান্সের জন্য।

আরও পড়ুন  হায়দরাবাদে শ্রীনিবাসন পৌছতেই বোর্ডের প্রশাসনিক কমিটির ঘুম ছুটে গেল

.