French Open 2022: ক্লে কোর্টের রাজা, ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন ছত্রিশের নাদাল
ফাইনালে হেলায় হরিয়ে দিলেন নরওয়ের প্রতিপক্ষকে। সবচেয়ে বেশি বয়সে ক্লে কোর্টে খেতাব জেতারও নজির গড়লেন স্প্যানিশ তারকা।
![French Open 2022: ক্লে কোর্টের রাজা, ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন ছত্রিশের নাদাল French Open 2022: ক্লে কোর্টের রাজা, ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন ছত্রিশের নাদাল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/05/377840-rafa.jpg)
নিজস্ব প্রতিবেদন: ক্লে কোর্টে ফের বাজিমাত। কয়েক সপ্তাহ আগে যাঁকে খোঁড়াতে খোঁড়তে কোর্ট ছাড়তে দেখা গিয়েছিল, সেই রাফায়েল নাদালই জিতলেন ফরাসি ওপেন। নরওয়ের প্রতিপক্ষকে হারিয়ে দিলেন হেলায়।
সুপার সানডের মেগা ফাইনাল। এদিন রোলা গাঁরোয় ফেভারিট ছিলেন নাদালই। তাঁর বিপক্ষে প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলতে নেমেছিলেন নরওয়ের ক্যাসপার রুড। খেললেন, কিন্তু জিততে পারলেন না। দ্বিতীয় সেটে অবশ্য় ৩-১ এগিয়ে গিয়েছিলেন রুড। এরপর নাদালের দাপুটে মেজাজের সামনে দাঁড়াতেই পারলেন তিনি। স্প্যানিশ তারকার পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-৩, ৬-০।
For the FOURTEENTH time
@RafaelNadal #RolandGarros pic.twitter.com/zy28uz1kd0
— Tennis TV (@TennisTV) June 5, 2022
স্রেফ নিজের ১৪ তম ফরাসি ওপেন জয় নয়, এদিন সবচেয়ে বেশি বয়সে ক্লে কোর্টে খেতাব জেতারও নজির গড়লেন নাদাল। ২০০৫ সালে ১৯ বছর বয়সে প্রথমবার প্যারিসে এই গ্র্যান্ড স্লামের পাশে নিজের নাম খোদাই করেছিলেন নাদাল। তারপর একে একে ১৪টি। কোনও মহিলা কিংবা পুরুষ টেনিস খেলোয়াড় প্যারিসের ১৪টি খেতাব জেতেননি।