সানিয়া, লিয়েন্ডারের দেখানো স্বপ্নে টেনিস জ্বরে ভুগছে দেশ, মুগ্ধ দ্রাবিড়
লিয়েন্ডার পেজ ও সানিয়া মির্জার হাত ধরে এগিয়ে চলেছে ভারতীয় টেনিসের বিজয়রথ। বিশেষ করে ৪৩ বছর বয়সে গ্র্যান্ডস্লাম জয়ের হ্যাটট্রিক করে ভারতীয় ক্রীড়া আঙিনায় যে নজির গড়েছেন
ওয়েব ডেস্ক: লিয়েন্ডার পেজ ও সানিয়া মির্জার হাত ধরে এগিয়ে চলেছে ভারতীয় টেনিসের বিজয়রথ। বিশেষ করে ৪৩ বছর বয়সে গ্র্যান্ডস্লাম জয়ের হ্যাটট্রিক করে ভারতীয় ক্রীড়া আঙিনায় যে নজির গড়েছেন
লিয়েন্ডার, তাতে নিজেকে গর্বিত মনে করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়।
টেনিসের গ্র্যান্ডস্লামে ভারতীয় মহিলাদের সাফল্য এসেছে সানিয়া মির্জার হাত ধরে। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসে প্রথম সাফল্য। ২০১৫ সাল
পর্যন্ত ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে সানিয়ার ঝুলিতে রয়েছে পাঁচটি গ্র্যান্ডস্লাম খেতাব। পরিসংখ্যানে চলতি বছর সানিয়া মির্জার স্বপ্নের বছর।
এবছরই ডবলসের বিশ্ব র্যাঙ্কিং-এ শীর্ষে পৌছেছেন সানিয়া মির্জা। পরপর দুটি গ্র্যান্ডস্ল্যাম (উইম্বলডন ও ইউএস ওপেন) জিতেছেন এবছরই। উইম্বলডন জেতার সুবাদে প্রথম ভারতীয় মহিলা হিসেবে
অল ইংল্যান্ড ক্লাব জেতেন সানিয়া। এবছরই সানিয়া মির্জা দ্বিতীয় টেনিস খেলোয়াড় হিসেবে ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ সম্মান রাজীব খেলরত্ন পুরস্কার পেয়েছেন
ভারতীয় টেনিসমহলের প্রত্যাশা রিও অলিম্পিকে মিক্সড ডাবলসে লি-সানিয়া জুটি বাঁধলে অলিম্পিকে ভারতের পদক নিশ্চিত।