ম্যানচেস্টারে মেঘ সরিয়ে ভারতের খেলায় রোদ, প্রকৃতির খেলায় বৃষ্টি

ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে বিপর্যয় কাটিয়ে দ্বিতীয় দিনে কিছুটা হলেও ম্যাচে ফিরল ভারত।

Updated By: Aug 8, 2014, 10:26 PM IST
ম্যানচেস্টারে মেঘ সরিয়ে ভারতের খেলায় রোদ, প্রকৃতির খেলায় বৃষ্টি

---------------------
ভারত-১৫২। ইংল্যান্ড-২৩৭/৬ (৭১ ওভার)।
প্রথম ইনিংসে ইংল্যান্ড এগিয়ে ৮৫ রানে, হাতে ৪ উইকেট
--------------------------------

ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে বিপর্যয় কাটিয়ে দ্বিতীয় দিনে কিছুটা হলেও ম্যাচে ফিরল ভারত। গতকাল ১৮৫ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় দিনে ১৭০ রানের মধ্যে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় পেসাররা। কিন্তু সপ্তম উইকেটে রুট-বাটলারের অবিচ্ছিন্ন ৬৭ রানের পার্টনারশিপ ভারতকে আবার কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে।

যদিও দ্বিতীয় দিনের খেলায় সিংহভাগ জুড়ে থাকল ইংল্যান্ডের কুখ্যাত বৃষ্টি। এখনও পর্যন্ত ইংল্যান্ড এগিয়ে ৮৫ রানে, হাতে ৪ উইকেট। এই ৪টে উইকেট দ্রুত তুলে নিতে না পারলে ম্যানচেস্টার টেস্টের ফল কী হতে চলেছে তা সবারই জানা। এদিন ভারতকে ম্যাচে ফিরিয়ে আনার নায়ক দুই পেসার। ভূবনেশ্বর কুমার (৩/৪৭), ও বরুন অ্যারন (৩/৪৮)।

.