বৃষ্টি পড়ছে পড়ুক, তবু আজ ক্রিকেট বসন্ত। টিকিটের হাহাকার শহরজুড়ে
সকাল থেকে শুরু হওয়া অঝোরে বৃষ্টিতে শহরবাসী যতই স্বস্তির নিঃশ্বাস ফেলুক, এতে অস্বস্তিও অনেকটা থাকছে। ইউসুফ পাঠানের অবিশ্বাস্য ইনিংসে হঠাত্ করে কলকাতায় ক্রিকেট উত্সব এসে পড়েছে।
কী হলে কী হবে--
১) খেলা হওয়ার জন্য দু’টো দলকেই ন্যূনতম পাঁচ ওভার খেলতে হবে৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভার কমলে ম্যাচের নিষ্পত্তি হবে ডাকওয়ার্থ-লুইস নিয়ম অনুযায়ী৷
২)এক বলও না হলে খেলা হবে কাল, বিকেল চারটেয়
৩) কালও এক বল খেলা না হয়ে ম্যাচ পরিত্যক্ত হলে লিগ তালিকায় কেকেআরের আগে থেকে প্রথম হওয়ার জন্য ফাইনালে যাবে প্রীতি জিন্টার দল
---------------------------------
সকাল থেকে শুরু হওয়া অঝোরে বৃষ্টিতে শহরবাসী যতই স্বস্তির নিঃশ্বাস ফেলুক, এতে অস্বস্তিও অনেকটা থাকছে। ইউসুফ পাঠানের অবিশ্বাস্য ইনিংসে হঠাত্ করে কলকাতায় ক্রিকেট উত্সব এসে পড়েছে। এমনিতে আইপিএল সেভেন নিয়ে কলকাতায় সেভাবে উত্সাহ ছিল না। কিন্তু টানা সাত ম্যাচে শাহরুখের দলের অবিশ্বাস্য ক্রিকেট, ইডেনে রানের টর্নেডো দেখে আবার সেই উত্সাহ ফিরে এসেছে। আজ প্লে অফ ম্যাচের আগে সেই উত্সাহ একেবারে চরমে পৌঁচেছে।
৯০-এর শেষের দিকে ওয়ানডে ম্যাচ থাকলে ইডেনের বাইরে যেমন ভিড় দেখা যেত, সেরকম ছবি ম্যাচ শুরুর কয়েকঘণ্টা আগে দেখা যাচ্ছে। টিকট কাউন্টারে টিকিট প্রায় শেষ। ব্ল্যাকে টিকিট বিক্রি করার সেভাবে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবু অনেকের আবদার,একটা টিকিট হবে... দেখে কে বলবে বরুণদেব যেরকম খেল শুরু করেছেন, তাতে টি২০ এর খেল শুরু বেশ মুশকিল। যদিও আয়োজকরা বলছেন, আবহাওয়ার যেরকম হাল তাতে পুরো কুড়ি ওভারের ম্যাচ হবে বলেই মনে হচ্ছে। গ্রাউন্ডসম্যানরা বলছেন, সাড়ে ৬টার মধ্যে বৃষ্টি পুরো থেমে গেলে ম্যাচ পুরো খেলা হবে।
এখন প্রশ্ন যদি পুরো খেলা না হয় তাহলে কার সুবিধা-- বিশেষজ্ঞরা বলছেন, ম্যাচ যত ছোট হবে তত সুবিধা হবে কিংস ইলেভেন পাঞ্জাবের। কারণ হার্ড হিটারের সংখ্যা কলকাতার চেয়ে পাঞ্জাবের বেশি। তাছাড়া বৃষ্টির পর পিচে স্পিনের থেকে মিডিয়াম পেস অনেক বেশি কাজে দেবে। এতেও এগিয়ে থাকবে পাঞ্জাব। ম্যাচে ওভার সংখ্যা কম হলে সাধারণত পরে ব্যাট করা দল সামান্য বাড়তি সুবিধে পাবে৷ যদিও টি২০ ম্যাচ ১২ ওভারের কমে নেমে এলে একে অনেকটাই লটারিই বলে মনে করা হয়।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামিকাল অবধি এমন বৃষ্টি চলবে। তবে সন্ধ্যার দিকে বৃষ্টি কমতে পারে।
আজ ম্যাচ এক বলও না হলে খেলা হবে কাল, বিকেল চারটেয়৷ খেলা হওয়ার জন্য দু’টো দলকেই ন্যূনতম পাঁচ ওভার খেলতে হবে৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভার কমলে ম্যাচের নিষ্পত্তি হবে ডাকওয়ার্থ-লুইস নিয়ম অনুযায়ী৷কালও এক বল খেলা না হয়ে ম্যাচ পরিত্যক্ত হলে লিগ তালিকায় কেকেআরের আগে থেকে প্রথম হওয়ার জন্য ফাইনালে যাবে প্রীতি জিন্টার দল৷