ভারতের ঝুলিতে আরও এক পদক, জুডোতে রাজৈন্দর কাউর ব্রোঞ্চ পেয়ে নতুন ইতিহাস তৈরি করলেন

কমনওয়েলথ গেমস ভারতের ঝুলিতে আরও একটি পদক যোগ হল। তবে ব্রোঞ্চ পদক পেয়েই থামতে হলে রাজৈন্দর কাউরকে। মহিলা ৭৮ কেজি জুডো প্রতিযোগিতায় কেনিয়ার ইসথার আকিনি রাতৌগিকে হারিয়ে এই পদক জেতেন। কেনিয়ান প্রতিযোগী রাতৌগি চার মিনিটে তিনবার পেনাল্টি করেন।

Updated By: Jul 27, 2014, 10:58 AM IST
ভারতের ঝুলিতে আরও এক পদক, জুডোতে রাজৈন্দর কাউর ব্রোঞ্চ পেয়ে নতুন ইতিহাস তৈরি করলেন
PTI

গ্লাসগো: কমনওয়েলথ গেমস ভারতের ঝুলিতে আরও একটি পদক যোগ হল। তবে ব্রোঞ্চ পদক পেয়েই থামতে হলে রাজৈন্দর কাউরকে। মহিলা ৭৮ কেজি জুডো প্রতিযোগিতায় কেনিয়ার ইসথার আকিনি রাতৌগিকে হারিয়ে এই পদক জেতেন। কেনিয়ান প্রতিযোগী রাতৌগি চার মিনিটে তিনবার পেনাল্টি করেন।

রাজৈন্দর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জে মায়ারের কাছে হেরে যান। কিন্তু ভাগ্যক্রমে রেপিচেঞ্জ ম্যাচে কানাডার সোফি ভাইলানকোর্টকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। রাজৈন্দরের পদক নিয়ে ভারতে জুডো খেলোয়াড়রা সবচেয়ে বেশি পদক পেয়ে নতুন ইতিহাস তৈরি করল।

ভারত জুডো প্রতিযোগিতায় ২০০২-র কমনওয়েলথ পর অংশগ্রহন করে। এইনিয়ে তৃতীয় বার ভারত অংশ নেয় কমনওয়েলথ গেমসে। প্রথম জুডো প্রতিযোগিতায় সুযোগ পায় ১৯৯০ অকল্যান্ড কমনওয়েলথ গেমসে।

.