রশিদের ভেলকিতেই টাইগারদের হোয়াইটওয়াশ করল আফগানরা
সিরিজের সেরা হয়েছেন রশিদ খান।
নিজস্ব প্রতিবেদন : শেষ ওভারে রশিদ খানের বাজিমাত্। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১ রানে হারাল আফগানিস্তান।
আরও পড়ুন- জাতীয় দলে ছেলে, কী বলছেন সচিন!
বৃহস্পতিবার রাতে ১৪৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৯ রান। ওভারের শুরুতেই রানআউট হয়ে যান মহমদুল্লা। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। কিন্তু এল মাত্র ২ রান। শেষ ওভারে জয়ে এমন রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্সের নেপথ্যে সেই রশিদ খান। ১৯ নম্বর ওভারে করিম জানাতকে মুশফিকুর রহিম পাঁচটি চার মেরে ম্যাচ প্রায় নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না রশিদের জন্য।
আরও পড়ুন- পরপর দু'বার নজির গড়লেন বিরাট!
বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। মহম্মদ শাহজাদের ২৬, সামিউল্লা শেনওয়ারির অপরাজিত ৩৩ এবং অধিনায়ক আসগর স্টানিকজাইয়ের ২৭ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে আফগানিস্তান। কিন্তু মুশফিকুর রহিম ৪৬ এবং মহমদুল্লার ৪৫ রান করলেও তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। আগেই সিরিজ হেরে বসেছিল টাইগাররা। শেষ ম্যাচে জিতে টাইগারদের হোয়াইটওয়াশ করল আফগানরা। সিরিজের সেরা হয়েছেন রশিদ খান।
PHOTOS: An emphatic victory for Afghanistan to win the Biman Bangladesh Airlines T20I series 3-0. #AFGvBAN pic.twitter.com/QWAeix7dFp
— Afghan Cricket Board (@ACBofficials) June 7, 2018