Ravi Shastri, ENG vs IND: রাহুল দ্রাবিড়ের দল 'ভীরু'! তীব্র কটাক্ষ করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ

ভুলের জন্য বড় সুযোগ হাতছাড়া করল ভারত। তৃতীয় দিনের শেষেও যে টেস্ট জয়ের দিকে এক পা বাড়িয়ে রেখেছিল ভারত, সেই টেস্টেই এ বার হেরে গেল বুমরার দল। জো রুট ও জনি বেয়ারস্টোর জোড়া শতরানের দাপটে সিরিজ ২-২ ফলে শেষ করল ইংল্যান্ড।   

Updated By: Jul 5, 2022, 06:50 PM IST
Ravi Shastri, ENG vs IND: রাহুল দ্রাবিড়ের দল 'ভীরু'! তীব্র কটাক্ষ করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ
রেগে লাল রবি শাস্ত্রী! ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ২০০৭ সালের পর ফের একবার ইংল্যান্ডের (England) মাঠে টেস্ট সিরিজ জয়ের সুযোগ ছিল। কিন্তু সেটা হল না। রবি শাস্ত্রীর (Ravi Shastri) আমলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েছিল ভারত। তবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ব্যাটন হাতে তুলে নিতেই সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। মূলত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার জন্য এজবাস্টনে হারল টিম ইন্ডিয়া (Team India)। আর তাই ভারতীয় দলের ব্যাটারদের ‘ভীরু’ বললেন জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) দলের ব্যাটারদের তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।   

শাস্ত্রী বলেন, "আমার মতে, খুব কম করেও বললে এটা অত্যন্ত হতাশাজনক বলতে হয়। কারণ ভারতীয় ব্যাটাররা দীর্ঘক্ষণ খেলে ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারত।" সঙ্গে তিনি বলেন, "ওদের দুটি সেশন ব্যাট করতে হত। আমার মতে, ওরা রক্ষণাত্মক হয়ে পড়েছিল। সোমবার অত্যন্ত ভীরু হয়ে গিয়েছিল ওরা। বিশেষত মধ্যাহ্নভোজের বিরতির পর সেটা হয়েছিল।" 

এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ১৩২ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ইংল্যান্ডের সামনে ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেন জসপ্রীত বুমরাহরা। যে রান তাড়া করার জন্য ইংল্যান্ডের হাতে প্রচুর সময়ও ছিল। এর ফলে ভারতের উপর চাপ তৈরি হয়। চতুর্থ দিনের শেষে তো সেই চাপ আরও বৃদ্ধি পায়। আপাতত জয়ের থেকে মাত্র ১১৯ রান দূরে দাঁড়িয়ে আছে ইংল্যান্ড। তাতেই হতাশ হয়ে পড়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ।

শাস্ত্রী আরও যোগ করেন, "ভারত ওই উইকেটগুলি হারানোর পরও ওরা সুযোগের সদ্ব্যবহার করতে পারত। ম্যাচের ওই পর্যায়ে রান গুরুত্বপূর্ণ ছিল। আমার মতে, ওরা খুপড়িতে ঢুকে যায়, ওই উইকেটগুলি পরপর হারিয়ে ফেলে এবং ইংল্যান্ডকে ব্যাটিংয়ের জন্য পর্যাপ্ত সময় দেয়।" 

সেই ভুলের জন্য বড় সুযোগ হাতছাড়া করল ভারত। তৃতীয় দিনের শেষেও যে টেস্ট জয়ের দিকে এক পা বাড়িয়ে রেখেছিল ভারত, সেই টেস্টেই এ বার হেরে গেল বুমরার দল। জো রুট ও জনি বেয়ারস্টোর জোড়া শতরানের দাপটে সিরিজ ২-২ ফলে শেষ করল ইংল্যান্ড। 

আরও পড়ুন: ENG vs IND: ভারতের স্বপ্নভঙ্গ! রুট-বেয়ারস্টোর মারমুখী ব্যাটে সমতা ফেরাল ইংল্যান্ড

আরও পড়ুন: Edgbaston Racism, ENG vs IND: ফের ইংরেজদের ‘নোংরামি’! বর্ণবাদের ‘শিকার’ প্রাক্তন ক্রিকেটার!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.