২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চলবে বিরাটদের শাস্ত্রীয় শিক্ষা
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের ডিরেক্টর পদে বহাল থাকবেন রবি শাস্ত্রী। টুইটে জানাল ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। বোলিং কোচের দায়িত্বে থাকছেন ভরত অরুন। ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সঞ্জয় বাঙ্গরই।
ওয়েব ডেস্ক: ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের ডিরেক্টর পদে বহাল থাকবেন রবি শাস্ত্রী। টুইটে জানাল ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। বোলিং কোচের দায়িত্বে থাকছেন ভরত অরুন। ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সঞ্জয় বাঙ্গরই।
News Alert: Ravi Shastri to continue as Team Director of Indian Cricket Team till ICC World T20 2016 pic.twitter.com/37R942kClq
— BCCI (@BCCI) September 13, 2015
গ্যারি কার্সটেনের চলে যাওয়ার পর, ভারতীয় ক্রিকেট দলের দায়িত্বে আসেন ইংল্যান্ড দলের প্রাক্তন কোচ ডানকান ফ্লেচার। বিদেশের মাটিতে দলের খারাপ পারফরম্যান্সের জন্য কোচের মাথার ওপর বসিয়ে দেওয়া হয় একজন টিম ডিরেক্টর। ওই পদে সাফল্য এনে দিয়েছেন ১৯৮৩ সালের বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ কিংবদন্তী ক্রিকেটার রবি শাস্ত্রী। এরপর কোচ ফ্লেচারের সঙ্গে আর চুক্তি বাড়ায়নি ভারতীয় বোর্ড। বর্তমানে ভারতীয় দলের কোচ পদ ফাঁকা। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছিল, রবি শাস্ত্রীকেই হয়ত ভারতীয় দলের কোচ পদে নিযুক্ত করা হবে। সৌরভ, সচিনদের সায় না থাকায় তা এখনও পর্যন্ত কার্যকর হয়ে ওঠেনি। বরং টিম ডিরেক্টর পদেই রবি শাস্ত্রীকে রেখে দিল বিসিসিআই।