ICC World Cup 2023: শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে মহাতারকার প্রত্যাবর্তন!
আর মাত্র ১ সপ্তাহ। ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এবার আয়োজক ভারত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনা চলছিলই। শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেলেন রবিচন্দ্রন অশ্বিন। চোটের কারণে বাদ পড়লেন অক্ষর পটেল। তাঁর বদলে তৃতীয় স্পিনার হিসেবে দলে নেওয়া হল অশ্বিনকে।
আরও পড়ুন: Asian Games: এবার ধরাশায়ী জাপান, এশিয়াড হকিতে জয়ের হ্যাটট্রিক ভারতের
আর মাত্র ১ সপ্তাহ। ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এবার আয়োজক ভারত। শুধু তাই নয়, ১৯৯৬-র পর ফের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ হবে ইডেনে।
এদিকে বিশ্বকাপের জন্য ভারতের প্রাথমিক দলে আগেই ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই। সেই দলে ছিলেন অক্ষর প্যাটেল। কিন্তু এশিয়া কাপে বাংলাদেশে বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। হাতের সেই চোট সারেনি এখনও। তাহলে এবার বিশ্বকাপের সুযোগ পাবেন অশ্বিন? জল্পনা বাড়ছিল ক্রমশই। শেষপর্যন্ত সেই জল্পনাও সত্যি হল।
এশিয়া কাপের দলে ছিলেন না অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে দেড় বছর একদিনে দলে ফেরানো ডানহাতি এই স্পিনারকে। সেই সিরিজ়ে চারটি উইকেট নেন তিনি।
আরও পড়ুন: Sourav Ganguly: 'শ্রীলঙ্কা মানে মুরলী, মুরলী মানে শ্রীলঙ্কা'! বন্ধুত্বের গল্প শুনল শহর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)