Ravindra Jadeja Joins BJP: বিধায়ক স্ত্রীর ডাকে পদ্মে `রবি`র উদয়! বিশ্বজয়ী তারকা এবার রাজনীতির ময়দানে
Ravindra Jadeja Joins BJP: কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন রবীন্দ্র জাদেজা, সক্রিয় রাজনীতিতে নাম লেখালেন দেশের স্টার অলরাউন্ডার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি ও রোহিত শর্মার (Virat Kohli And Rohit Sharma) দেখানো পথেই হেঁটেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। টি-২০ বিশ্বকাপ জেতার ঠিক পরেই টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন 'স্য়র' জাদেজা। এবার জাদেজা শুরু করলেন কেরিয়ারের দ্বিতীয় ইনিংস। সক্রিয় রাজনীতিতে নাম লিখিয়ে ভারতীয় জনতা পার্টিতে (Ravindra Jadeja Joins BJP) যোগ দিলেন তিনি। সম্প্রতি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) মেম্বারশিপ ড্রাইভ শুরু করেছেন, যিনি গত ২ সেপ্টেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সদস্যপদ পুনর্নবীকরণ করেছিলেন।
আরও পড়ুন: ২ বছর পর লাল বলে ঋষভের ৭! অবিশ্বাস্য ক্যাচ শুভমনের, বাংলাদেশ সিরিজের আগে নজরে দলীপ
২০২২ সালে বিজেপির টিকিটে জামনগর (উত্তর) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জাদেজার স্ত্রী রিভাবা জাদজো (Rivaba Jadeja) ভোটে জিতেছিলেন। সেই ২০১৯ সাল থেকে বিজেপি করছেন মোদী ভক্ত রিভাবা। এবার তাঁর ডাকেই সাড়া দিয়ে জাদেজাও পদ্মশিবিরে এলেন। রিভাবাই তাঁর এক্স হ্য়ান্ডেলে নিজের ও রবীন্দ্রর বিজেপি সদস্য়-কার্ড পোস্ট করেছেন। আগামী দিনে জাদেজাও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা হয়তো সময় বলবে। তবে আপাতত জাদেজার সামনে ঢালাও ক্রিকেট রয়েছে। তিনি ভারতীয় দলের স্টার ক্রিকেটার। ব্য়াটিং-বোলিং-ফিল্ডিং মিলিয়ে দলে তাঁর মতো আরেকজনও নেই।
২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি, জাদেজার দেশের জার্সিতে প্রথম টি-২০ ম্য়াচ কলম্বোয়। সেবার সিরিজে একটিই টি-২০ খেলেছিল দুই দেশ। জাদেজা ৭ বলে ৫ রান করে ফিরে গিয়েছিলেন। চার ওভার বল করে পাননি এক উইকেটও। ২৯ জুন ২০২৪, বার্বাডোজে দেশের জার্সিতে শেষ টি-২০ ম্য়াচ খেললেন জাদেজা। বিশ্বকাপের ফাইনালে মাত্র ২ রান করেন তিনি। এক ওভার হাত ঘুরিয়েছেন বটে। পাননি কোনও উইকেটই। দেখতে গেলে জাদেজার টি-২০ বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি। ভীষণ নিস্প্রভ দেখিয়েছিল তাঁকে। পাঁচ ইনিংসে মিলিয়ে তিনি ২২ বল খেলে করেছেন মাত্র ৩৫ রান। ১৪ ওভার বল করে পেয়েছেন মাত্র ১টি উইকেট! দেশের সর্বকালের অন্য়তম সেরা অলরাউন্ডার। সৌরাষ্ট্রের বছর পঁয়ত্রিশের বাঁ-হাতি বিগত ১৫ বছরে, দেশের হয়ে ৭৪টি টি-২০ ম্য়াচে করেছেন ৫১৫ রান। পেয়েছেন ৫৪ উইকেট।
আরও পড়ুন: 'নিখুঁত ধোনি রিভিউ সিস্টেম'! মাহি এবার গুরুদায়িত্বে, বিরাট ব্রেকিং ICC আম্পায়ারের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)