Ravindra Jadeja: পন্থের পর এবার দুরন্ত সেঞ্চুরি রবীন্দ্র জাদেজার
লাল বলের ক্রিকেটে জীবনের তৃতীয় সেঞ্চুরিটি করে ফেলেলন বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার।
![Ravindra Jadeja: পন্থের পর এবার দুরন্ত সেঞ্চুরি রবীন্দ্র জাদেজার Ravindra Jadeja: পন্থের পর এবার দুরন্ত সেঞ্চুরি রবীন্দ্র জাদেজার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/02/380970-ravindra-jadeja.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঋষভ পন্থের (Rishabh Pant) পর এবার দুরন্ত সেঞ্চুরি করলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। শনিবার এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ভারতীয় ফ্যানদের চওড়া হাসি উপহার দিলেন জাদেজা। গতকাল ৮৩ রানে অপরাজিত ছিলেন 'রকস্টার'। এদিন ঠান্ডা মাথায় বাকি ১৭ রান করেই লাল বলের ক্রিকেটে জীবনের তৃতীয় সেঞ্চুরিটি করে ফেলেলন বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারতের স্কোর ৩৭১ রানে ৮ উইকেট।
এজবাস্টন টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে ভারতের হয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজটা কাঁধে-কাঁধ মিলিয়ে করেছেন পন্থ ও জাদেজা। ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটাকে শক্ত হাতে টেনেছেন সিনিয়র-জুনিয়র মিলে। ১১১ বলে ১৪৬ রানের ভয়ডরহীন মারকুটে ক্রিকেট খেলে আউট হয়েছেন পন্থ। ৮৩ রানে দিনের শেষে অপরাজিত রয়েছেন জাদেজা। ষষ্ঠ উইকেটে় জুটি বেঁধে ২২২ রান স্কোরবোর্ডে যোগ করেছেন তাঁরা। দেখতে গেলে এজবাস্টনে ঐতিহাসিক ২২২ রান এসেছে পন্থ-জাদেজার ব্যাট থেকে। ভেঙে চুরমার হয়ে গিয়েছে একাধিক রেকর্ড।
আরও পড়ুন: Wriddhiman Saha: মনোজ-অভিমন্যুদের শুভেচ্ছা জানিয়ে বাংলাকে বিদায় জানালেন ঋদ্ধি
আরও পড়ুন: Exclusive, Deep Dasgupta On Rishabh Pant: 'যে কোনও পরিস্থিতিতে পন্থ ভয় দেখাতে পারে'