মোদী গড়ে রায়াড়ু ঝড়ে লঙ্কা ধ্বংস

Updated By: Nov 9, 2014, 12:24 PM IST
মোদী গড়ে রায়াড়ু ঝড়ে লঙ্কা ধ্বংস
দুই নায়ক। শিখর ধাওয়ান ও আম্বাতি রায়াড়ু। ছবি-বিসিসিআই

শ্রীলঙ্কা ২৭৪/৮। ভারত-২৭৫/৪ (৪৪.৩ ওভারে)
ম্যাচের সেরা-আম্বাতি রায়াড়ু

ওয়েব ডেস্ক: কটকের পর আমেদবাদ। ফের সহজ জয় পেল বিরাট কোহলির ভারত। মোতেরায় শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। কটক ওয়ানডে-র মতই মোতারেতও সহজ জয় পেল বিরাট বাহিনী। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করে মোতেরায় নায়ক হলেন আম্বাতি রায়াড়ু (১১৮ বলে ১২১ রান)।

তিন নম্বরে নামেন রায়াড়ু । রাহানের আউটের পর দল যখন বেশ চাপে সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেওয়া ইনিংস খেলেন রায়াড়ু। রায়াড়ুকে যোগ্য সঙ্গত দেন শিখর ধাওয়ান (৮০ বলে ৭৯ রান)।

বিশ্বকাপের আগে মিডল অর্ডারে নিজের জায়গা পাকা করতে হলে রায়াড়ুর কাছে এই সিরিজ অনেকটা অগ্নিপরীক্ষার মত। সেই পরীক্ষায় সম্মানে পাশ করার ব্যাপারে এই শতরান রায়াড়ুকে এগিয়ে দিল।

.