ধোনির বিপক্ষে দুর্দান্ত বিরাট, আর বিধ্বংসী এবি ডিভিলিয়ার্স
মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সের। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৫ রান তুলল আরসিবি।
ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সের। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৫ রান তুলল আরসিবি।
এদিন টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠান পুনের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুরু থেকেই যথারীতি ভালো খেলা শুরু করেন বিরাট। অন্য ওপেনার লোকেশ রাহুল অবশ্য আউট হয়ে যান ১০ বলে ৭ রান করেই। এরপর আরসিবির ব্যাটিংয়ের দায়িত্ব নেন বিরাট এবং এবি। অধিনায়ক বিরাট কোহলি আউট হন ৬৩ বলে ৮০ রান করে। অবশ্য এদিন অনেক বেশি ঝোড়ো ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। তিনি খেলেন মাত্র ৪৬ বলে ৮৩ রান করে। পুনের হয়ে তিনটি উইকেট পান শ্রীলঙ্কার থিসারা পেরেরা।