অন্তর্বর্তীকালীন কোচ থেকেই ২০২১ পর্যন্ত রিয়ালের দায়িত্বে সান্তিয়াগো সোলারি

এল ক্লাসিকোয় ভরাডুবির পর ছাঁটাই হন লোপেতেগি। কিন্তু সোলারির কোচিংয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া রিয়াল দারুণভাবে ঘুরে দাঁড়ায়।

Updated By: Nov 14, 2018, 02:51 PM IST
অন্তর্বর্তীকালীন কোচ থেকেই ২০২১ পর্যন্ত রিয়ালের দায়িত্বে সান্তিয়াগো সোলারি
সৌজন্যে- টুইটার

নিজস্ব প্রতিবেদন : ২৯ অক্টোবর হুলেন লোপেতেগিকে বরখাস্ত করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সান্তিয়াগো সোলারিকে দায়িত্ব দেয় রিয়াল মাদ্রিদ। তাঁর অধীনে এ পর্যন্ত সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ খেলে সবকটিই জিতেছে রিয়াল। স্বল্প সময়ে এই সাফল্যই এবার দীর্ঘমেয়াদী চুক্তিতে রিয়ালের কোচ হলেন সান্তিয়াগো সোলারি। ২০২১ সালের জুন পর্যন্ত রিয়ালের দায়িত্বে সোলারি।

আরও পড়ুন - নিউজিল্যান্ডে ভারতীয়-এ দলের প্রস্তুতি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মাকে

সোলারি দায়িত্ব নেওয়ার আগে লোপেতেগির অধীনে লা লিগায় শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল রিয়াল। এল ক্লাসিকোয় ভরাডুবির পর ছাঁটাই হন লোপেতেগি। কিন্তু সোলারির কোচিংয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া রিয়াল দারুণভাবে ঘুরে দাঁড়ায়। কোপা দেল রে-তে মেলিয়াকে তাদের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু। এরপর লা লিগায় ঘরের মাঠে রিয়াল ভায়াদলিদকে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টোরিয়া প্লাজেনের মাঠে ৫-০ গোলে জয় পায়। রবিবার লা লিগায় সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারায় রিয়াল।

মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, "রিয়াল মাদ্রিদ বোর্ড আজ আলোচনায় বসে এই সিদ্ধান্ত নিয়েছে, সান্তিয়াগো সোলারিকে প্রথম দলের কোচ হিসেবে ২০২১ এর ৩০ জুন পর্যন্ত নিয়োগ করা হল।'' অ্যান্তোনিও কন্তে, মরিসিও পাচেতিনো, হোসে মোরিনহো, জোয়াকিম লো-র মতো হাইপ্রোফাইল কোচের নাম আলোচনায় উঠে এলেও শেষ পর্যন্ত সোলারিতেই ভরসা রাখলেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
 

 

 

.