"তিন মাস পর নেটে ফিরলাম, মনে পড়ল কীভাবে ব্যাট ধরতে হয়!"

তিন মাসের বেশি সময় ধরে ঘরবন্দি থাকার পর আবার অনুশীলনে ফিরলেন বিশ্বের এক নম্বর

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jun 30, 2020, 09:17 PM IST
"তিন মাস পর নেটে ফিরলাম, মনে পড়ল কীভাবে ব্যাট ধরতে হয়!"
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে লকডাউন, তিন মাসের বেশি সময় ধরে ঘরবন্দি থাকার পর আবার অনুশীলনে ফিরলেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ। নেট সেশনের সেই ছবি নিজেই পোস্ট করেছেন স্মিথ।

ছবি দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আউটডোর নয়, ইনডোর নেট সেশনেই ব্যাটিং করছেন স্মিথ। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর ক্লাব দল নিউসাউথ ওয়েলসের জার্সি গায়েই নেট সেশনে ব্যাটিং করলেন স্মিথ।  সেই সঙ্গে ইনস্টাগ্রাম পোস্টে লিখলেন, "খুশির খবর! তিন মাস পর নেটে  ফিরলাম, মনে পড়ল কীভাবে ব্যাট ধরতে হয়। "

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

First hit in the nets in 3 months. Good news... I remembered how to hold the bat

A post shared by Steve Smith (@steve_smith49) on

লকডাউনে ব্যাট না ধরলেও তিনি নিজেকে ফিট রেখেছেন সেকথা জানিয়ে দেন। বাড়িতেই শরীরচর্চা করেছেন সেকথা জানিয়ে দেন।

আরও পড়ুন - জন্মদিনে ধোনিকে 'স্পেশাল গিফট' দিতে চান ব্র্যাভো!

.