ভারতীয় ক্রিকেটের 'নাদুসনুদুস বয়'-এর বাইশ গজ থেকে বিদায়

প্রথম যেবার তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসেছিলেন সবাই ঠাট্টা করে বলেছিল এই চেহারায় বল করবে কী করে? ভারতীয় দলে কোনওদিন জায়গা পাকা না করতে পারলেও তাঁর চেহারা নিয়ে কটাক্ষের জবাব মাঠেই দেখিয়েছিলেন। সেই রমেশ পাওয়ার বাইশ গজকে বিদায় জানালেন।

Updated By: Nov 10, 2015, 07:12 PM IST
ভারতীয় ক্রিকেটের 'নাদুসনুদুস বয়'-এর বাইশ গজ থেকে বিদায়

ওয়েব ডেস্ক: প্রথম যেবার তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসেছিলেন সবাই ঠাট্টা করে বলেছিল এই চেহারায় বল করবে কী করে? ভারতীয় দলে কোনওদিন জায়গা পাকা না করতে পারলেও তাঁর চেহারা নিয়ে কটাক্ষের জবাব মাঠেই দেখিয়েছিলেন। সেই রমেশ পাওয়ার বাইশ গজকে বিদায় জানালেন।

১৫ বছর ঘরোয়া ক্রিকেট খেলার পর ক্রিকেটকে আলবাদি জানালেন মুম্বইয়ের হেভিওয়েট এই ক্রিকেটার। দেশের হয়ে দুটি টেস্ট ও ৩১টি ওয়ানডে খেলেছেন। দু ধরেনর ক্রিকেটে মিলিয়ে নিয়েছেন ৪০টি উইকেট। না, আন্তর্জাতিক ক্রিকেটে সামান্য ছাপও ফেলতে পারেননি সচিনের প্রিয় পাত্র। কিন্তু তাঁর শরীরীভাষা, তাঁর বোলিং অ্যাকশন, মাঠে তার ভারী চেহারা নিয়ে ফিল্ডিং নিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন দর্শকরা।

ঘরোয়া ক্রিকেটে অবশ্য বড় নাম রমেশ। মুম্বইয়ের বহু যুদ্ধের নায়ক তিনি। তবে শেষ অবধি তাঁকে প্রিয় রাজ্য ছাড়তে হয়েছিল।

Tags:
.