জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) ফের্নান্দো স্যান্টোসের (Fernando Santos) জামানায় ব্রাত্য হয়ে গিয়েছিলেন। পর্তুগাল (Portugal) জাতীয় দলে সেই সময় 'বাতিল ঘোড়া' হয়ে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এহেন 'সি আর সেভেন' (CR 7) ফের একবার জাতীয় দলে কামব্যাক করলেন। ফের্নান্দো স্যান্টোসের (Fernando Santos) চাকরি যেতেই পর্তুগালের দায়িত্ব নিয়েছিলেন রবার্তো মার্টিনেজ (Roberto Martinez)। দায়িত্ব নিয়েই বার্তা দিয়েছিলেন যে, তিনি দলের মহাতারকাকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চান। আর সেটাই করে দেখালেন তিনি। ২০২৪ সালের ইউরো কাপের (Euro Cup 2024) বাছাইপর্বের জন্য রোনাল্ডোকে দলে নেওয়া হয়েছে। ফলে মার্টিনেজ জানিয়ে দিয়েছেন, বয়স কোনও ফ্যাক্টর নয়। সেটা নিতান্তই একটা সংখ্যামাত্র। বিশ্বকাপের পর আল নাসেরে সই করার পর থেকে ৯০ মিনিটের যুদ্ধে ফুল ফোটাতে শুরু করেছেন রোনাল্ডো। আর তাই ফের একবার জাতীয় দলে জায়গা করে নিলেন তিনি। 

সেই বাছাইপর্বের ম্যাচের জন্য পর্তুগাল দল ঘোষণা করা না হলেও রোনাল্ডোকে তিনি ডেকে নিয়েছেন জাতীয় দলে। মার্টিনেজের এহেন পদক্ষেপ দেখা বোঝাই যাচ্ছে রোনাল্ডোকে দলে রেখেই ২০২৪ সালের ইউরো জয়ের স্বপ্ন দেখছেন তিনি।  ২৪ মার্চ ইউরো কাপের যোগ্যতা পর্বের ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে লিশটেনস্টাইন। তার তিন দিন পরেই পর্তুগালের বিরুদ্ধে নামবে লুক্সেমবার্গ। 

আরও পড়ুন: Lionel Messi: লিওকে নিয়ে মিথ্যা খবর করলেই আইনি পদক্ষেপ! ভয় দেখালেন মেসির বাবা জর্জ

আরও পড়ুন: ISL Final 2023, ATKMB vs BFC: সুনীলদের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামার আগে কীভাবে ফুটবলারদের তাতালেন জুয়ান ফেরান্দো? জেনে নিন

রোনাল্ডোকে দলে ডাকা নিয়ে মার্টিনেজ বলেছেন, "ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলের প্রতি দায়বদ্ধ। ওর অভিজ্ঞতা আমার কাজে লাগবে। দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য রোনাল্ডো। আমি বয়সকে খুব একটা গুরুত্ব দিই না।" 

২০১৬ সালে বেলজিয়ামের কোচ হয়েছিলেন মার্টিনেজ। তাঁর অধীনেই গত বিশ্বকাপে তৃতীয় হয়েছিল বেলজিয়াম। ২০২০ সালের ইউরো কাপেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল দল। এখন দেখার মার্টিনেজ কী ফুল ফোটাতে পারেন পর্তুগালের দায়িত্ব নিয়ে। এবং তাঁর সঙ্গে রোনাল্ডোর সমীকরণ কেমন গড়ে ওঠে সেটাও দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
Roberto Martinez explains Cristiano Ronaldo inclusion in Portugal
News Source: 
Home Title: 

ফের্নান্দো স্যান্টোসের 'বাতিল ঘোড়া' রোনাল্ডোকে দলে রেখে বড় বার্তা দিলেন রবার্তো মার্টিনেজ

 

Cristiano Ronaldo: ফের্নান্দো স্যান্টোসের 'বাতিল ঘোড়া' রোনাল্ডোকে দলে রেখে বড় বার্তা দিলেন রবার্তো মার্টিনেজ
Caption: 
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে নতুন কোচ রবার্তো মার্টিনেজ।
Yes
Is Blog?: 
No
Section: