WATCH | Rohit Sharma | WTC Final 2023: মাঠেই সতীর্থকে অশ্রাব্য ভাষায় গালি, অধিনায়কের আচরণ নিয়ে উঠছে প্রশ্ন

Rohit Sharma abuses Cheteshwar Pujara in WTC Final: রোহিত শর্মার জন্য কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না! নিজের ও টিমের পারফরম্যান্স যেমন হতশ্রী। তেমনই রোহিতের মাঠের আচরণ নিয়েও উঠছে প্রশ্ন।

Updated By: Jun 9, 2023, 01:43 PM IST
WATCH | Rohit Sharma | WTC Final 2023: মাঠেই সতীর্থকে অশ্রাব্য ভাষায় গালি, অধিনায়কের আচরণ নিয়ে উঠছে প্রশ্ন
আলোচনায় ফের রোহিত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মা (Rohit Sharma), ভারতীয় দলের তিন ফরম্যাটের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক। বিরাট কোহলির (Virat Kohli) পর টিম ইন্ডিয়ার ব্যাটন এখন তাঁর হাতে। দেখতে গেলে রোহিত অধিনায়ক হিসাবে এখনও কোনও মাইলস্টোন তৈরি করতে পারেননি। বলা ভালো সেঅর্থে বিরাট কোনও ছাপ রাখেননি। ২০১৮-১৯ মরসুমের পর ২০২০-২১, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে দু'বার টেস্ট সিরিজ জিতেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। গতবার কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের কাছে হেরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব হাতছাড়া হয় বিরাটের। তবে এবার দলের দায়িত্বে রোহিত। তবে যেভাবে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) খেলছে, তাতে করে কেউ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ভারতের খুব একটা আশার আলো দেখছেন না। এর মধ্যেই ব্রিটিশভূমে রোহিতের আচরণ নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। টেস্ট বিশ্বযুদ্ধের প্রথম দিনই খেলা ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেখে, রোহিত আর নিজের মাথা ঠিক রাখতে পারেননি। তাঁর সতীর্থ চেতেশ্বর পূজারাকেই (Cheteshwar Pujara) অশ্রাব্য ভাষায় গালি দিলেন মাঠে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Virat Kohli | WTC Final 2023: 'কী করে গলা দিয়ে খাবার নামছে!' কোহলিকে খেতে দেখে ক্ষোভে ফুঁসছে নেটপাড়া

ওভালের বাইশ গজে 'আল্টিমেট টেস্ট'-এ ভারত ক্রমেই হারিয়ে যাচ্ছে। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ারবিরুদ্ধে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ে রোহিতের টিম ইন্ডিয়া পেরে উঠছে না। দু'দিনের খেলা শেষে ভারত একেবারে ব্যাকফুটে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৬৯ রানের জবাবে ভারত ১৫১ রান তুলতে গিয়ে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে। দ্বিতীয় দিনের শেষে ৩১৮ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা (১৫), শুভমন গিল (১৩), চেতেশ্বর পূজারা (১৪) ও বিরাট কোহলি (১৪) চূড়ান্ত ফ্লপ। অন্যদিকে রোহিতের অফফর্ম অব্যাহত। রোহিত প্যাভিলিয়নে ফিরতেই সমালোচকেরা কার্যত তাঁর দিকে ধেয়ে আসেন। একটি পরিসংখ্যান বলছে, আইসিসি প্রতিযোগিতায়  গত সাত ইনিংসে রোহিতের ব্যাট (১৫, ৩০, ৩৪, ০, ২৯, ৯, ৩০*) থেকে একটিও অর্ধ শতরান নেই। ইতমধ্যেই নেটপাড়ায় শুরু হয়ে গিয়েছে মিমের বন্যা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

 

.