Rohit Sharma, ENG vs IND: কোভিডকে হারিয়ে কী বললেন 'হিটম্যান'? জেনে নিন

গত তিনদিন দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে অনুশীলন করলেও, এই প্রথমবার সতীর্থদের সঙ্গে রোজ বোল মাঠে নেমে পড়লেন তিনি। সঙ্গে ছিলেন স্টপগ্যাপ কোচ ভিভিএস লক্ষ্মণ। সাহেবদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শুরু হওয়ার আগে আলোচনা সেরে নিয়েছেন রোহিত। 

Updated By: Jul 6, 2022, 11:14 PM IST
Rohit Sharma, ENG vs IND: কোভিডকে হারিয়ে কী বললেন 'হিটম্যান'? জেনে নিন
স্টপগ্যাপ কোচ ভিভিএস লক্ষ্মণের সঙ্গে আলোচনায় মগ্ন রোহিত শর্মা। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শেষ পর্যন্ত কোভিডকে (Covid 19) হার মানিয়ে ম্যাচ খেলার জন্য শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত রোহিত শর্মা (Rohit Sharma)। ৭ জুলাই থেকে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। 

করোনায় আক্রান্ত হওয়ার জন্য এজবাস্টন টেস্ট খেলা হয়নি। হোটেলে ঘরবন্দী হয়ে দলের হার দেখেছেন। সেই প্রসঙ্গ আসতেই সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, "মাঠের বাইরে বসে খেলা দেখতে একটুও ভাল লাগে না। এটাই তো স্বাভাবিক ব্যাপার। এমন একটা ম্যাচ খেলতে না পারলে খারাপ তো লাগেই।" 

Rohit Sharma

কোভিডের সময় তাঁর কেমন কেটেছিল? সেটাও জানাতে ভুললেন না এই মুম্বইকর। রোহিত যোগ করেন, "শরীর খারাপ হলেও এখন অনেক ভাল আছি। গত দুই বছরে একাধিক পরিচিত মানুষকে কোভিডের কবলে পড়তে দেখেছি। তারা অনেকেই দুর্বল হয়ে গিয়েছিল। তবে আমার ক্ষেত্রে তেমন কোনও অসুবিধা হয়নি। তাই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।" 

গত তিনদিন দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে অনুশীলন করলেও, এই প্রথমবার সতীর্থদের সঙ্গে রোজ বোল মাঠে নেমে পড়লেন তিনি। সঙ্গে ছিলেন স্টপগ্যাপ কোচ ভিভিএস লক্ষ্মণ। সাহেবদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শুরু হওয়ার আগে আলোচনা সেরে নিয়েছেন রোহিত। 

আরও পড়ুন: Rishabh Pant, ENG vs IND: কেন বিস্ফোরক পন্থকে ওপেনার হিসেবে চাইছেন প্রাক্তন ওপেনার? জেনে নিন

আরও পড়ুন: Virat Kohli and Rohit Sharma, WI vs IND: নাম না করে বিরাট, রোহিতদের একহাত নিলেন এই প্রাক্তন ক্রিকেটার! কিন্তু কেন?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.