Rohit Sharma | WI vs IND: আগুনে মেজাজে অধিনায়ক! ধোনিকে টপকে অবিশ্বাস্য রেকর্ড করলেন 'হিটম্যান'

Rohit Sharma Goes Past MS Dhoni To Set This Massive Record:  প্রথম টেস্টের পর উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দারুণ ছন্দে ব্যাট করলেন রোহিত শর্মা। আর এর সঙ্গেই ভারত অধিনায়ক করে ফেললেন অনন্য রেকর্ড। পিছনে ফেলে দিলেন কিংবদন্তি এমএস ধোনিকে।

Updated By: Jul 21, 2023, 01:48 PM IST
Rohit Sharma | WI vs IND: আগুনে মেজাজে অধিনায়ক! ধোনিকে টপকে অবিশ্বাস্য রেকর্ড করলেন 'হিটম্যান'
রোহিত শর্মার ব্যাটে রানের সুনামি চলছেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের হাত ধরেই রোহিত শর্মারা (Rohit Sharma) তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়ছে (ICC World Test Championship 2023-2025)। উইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকায় প্রথম টেস্ট দাপটের সঙ্গে জিতেছে ভারত। তিন দিনের মধ্যে খেলা শেষ হয়ে গিয়েছে। ইনিংস ও ১৪১ রানে ক্রেগ ব্রেথওয়েটদের হারিয়ে ডব্লিউটিসি সাইকেলের শুভারম্ভ করল রোহিত অ্যান্ড কোং! বৃহস্পতিবার থেকে ত্রিনিদাদের কুইন'স পার্ক ওভালে শুরু হয়েছে সিরিজে দ্বিতীয় তথা শেষ টেস্ট। এই ম্যাচ ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ঐতিহাসিক ১০০ তম টেস্ট। শুধু দুই দেশেরই ক্রিকেটীয় ঐতিহ্যে মাইলফলক তৈরি হল না। ইতিহাস লিখলেন রোহিত শর্মাও। 

আরও পড়ুন: Virat Kohli | WI vs IND: সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে বিরাট! মাইলস্টোন ম্যাচে ভাঙলেন রেকর্ডের পর রেকর্ড

ডমিনিকার পরে ত্রিনিদাদেও আগুনে ফর্মে ব্যাট করলেন রোহিত। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে ১৪৩ বলে করলেন ৮০ রান। যশস্বীর ব্য়াট থেকে এল ৭৪ বলে ৫৭। প্রথম উইকেটে ভারত ১৩৯ রান তোলে। তিনে নেমে শুভমন গিল ১০ রান করেন। চারে নেমে কোহলি ৮৭ রানে অপরাজিত আছেন। তাঁকে ৩৬ রানে সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। পাঁচে নেমে রাহানে যদিও আট রানে ফিরে যান। দিনের শেষে ভারত চার উইকেট হারিয়ে তুলেছে ২৮৮ রান। আর রোহিত এদিন প্রাক্তন ভারত অধিনায়কস, এমএস ধোনিকে টপকে দেশের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ রানশিকারি হয়ে গেলেন। 

রোহিত দেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৪৪৩ ম্যাচে ১৭ হাজার ২৯৮ রান করলেন ৪২.৯২-এর গড়ে। ৪৬৩ ইনিংসে রোহিত ৪৪টি শতরান ও ৯২টি ফিফটি হাঁকিয়েছেন। তালিকায় সবার উপরে আছেন সচিন তেন্ডুলকর (৬৬৪ ম্যাচে ৩৪ হাজার ৩৫৭ রান), দুয়ে আছেন রাহুল দ্রাবিড় (৫০৪ ম্যাচে ২৪ হাজার ৬৪ রান), তিনে রয়েছেন বিরাট কোহলি (৫০০ ম্যাচে ২৫ হাজার ৪৮৪ রান) চারে সৌরভ গঙ্গোপাধ্যায় (৪২১ ম্যাচে ১৮ হাজার ৪৩৩ রান)। পাঁচে উঠে এলেন রোহিত। ধোনির রয়েছে ১৭ হাজার ২৬৬ রান। কিংবদন্তি বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক তিন ফরম্যাট মিলিয়ে ৫৩৮ ম্যাচ খেলেছেন। 
 
অন্যদিকে কোহলি ত্রিনিদাদে বীরেন্দ্র শেহওয়াগকে (৮৫৮৬ রান) টপকে ভারতের পঞ্চম সর্বোচ্চ টেস্ট রান শিকারিও হয়েছেন। কোহলির ঝুলিতে এখন ৮৬৪২ রান। ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান করার নিরিখে একে রয়েছেন সচিন (১৫৯২১), রাহুল দ্রাবিড় (১৩২৮৮), সুনীল গাভাসকর (১০১২২), ভিভিএস লক্ষ্মণ (৯৭৮১)।

আরও পড়ুন: Virat Kohli | Rahul Dravid: 'যখন কেউ দেখে না, তখনই ও...'! শিষ্যে মোহিত গুরু, চেনালেন অন্য কোহলিকে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.