Rohit Sharma: সাতাশের বিশ্বকাপেও তিনি? আগামীর নীলনকশা থেকে অবসরের ভাবনা, অকপট রোহিত

Rohit Sharma Makes Retirement Stance Clear With Big World Cup: রোহিত শর্মা সাফ জানিয়ে দিলেন যে, তাঁর কী লক্ষ্য় আগামীতে! সব কিছু নিয়ে কথা বললেন খোলামেলা।  

Updated By: Apr 12, 2024, 02:36 PM IST
Rohit Sharma: সাতাশের বিশ্বকাপেও তিনি? আগামীর নীলনকশা থেকে অবসরের ভাবনা, অকপট রোহিত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোটি কোটি ভারতবাসী যেখানে ১৯ নভেম্বর ২০২৩ তারিখটি ভুলতে পারেননি, সেখানে রোহিত শর্মা (Rohit Sharma) কী করে ভুলে যাবেন! তাঁর নেতৃত্বেই অপ্রতিরোধ্য় টিম ইন্ডিয়া, কোনও ম্য়াচ না হেরে বিশ্বকাপ ফাইনাল খেলেছিল। ফাইনালেই তীরে এসে তরী ডুবেছিল। অস্ট্রেলিয়ার কাছ কাপ খোয়াতে হয়। বিশ্বকাপ ফাইনালে হাফ ডজন উইকেটে হারে ভারত। রোহিত সম্প্রতি এসেছিলেন গৌরব কাপুরের (Gaurav Kapur) জনপ্রিয় শো 'ব্রেকফাস্ট উইথ চ্য়াম্পিয়ন্স'-এ (Breakfast with Champions)। রোহিতের সঙ্গে ছিলেন বিখ্য়াত গায়ক এড শিরান (Ed Sheeran)। রোহিত এই অনুষ্ঠানে  আগামীর নীলনকশা থেকে অবসরের ভাবনা নিয়ে অকপট আলোচনা করেছেন। 

আরও পড়ুন: Suryakumar Yadav | MI vs RCB | IPL 2024: সেই মেজাজ...রাতের সাগরপারে উঠল সূর্য, প্রবল ছটায় 'সাত'কাহনের মাইলস্টোন

রোহিত বলেন, 'দেখুন আমি সত্য়িই অবসর নিয়ে ভাবিনি। তবে আমি জানি না জীবন আমাকে কোথায় নিয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি যে আমি ভালো খেলছি। আমি আরও কিছু বছর খেলার কথাই ভাবছি। তারপর নাহয় ভাবা যাবে। আমি জানি না। আমি সত্য়িই বিশ্বকাপ জিততে চাই। এরপর ২০২৫-এ ভারতের ডব্লিউটিসি ফাইনাল রয়েছে। আশা করি ভারত খেলবে। আমার কাছে ৫০ ওভারের বিশ্বকাপই আসল বিশ্বকাপ। আমরা সেই বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। সবচেয়ে বড় কথা, এই বিশ্বকাপটা আমাদের ঘরের দর্শকদের সামনে ভারতে হয়েছিল। আমরা ফাইনাল পর্যন্ত খুব ভালো খেলেছি। যখন আমরা সেমিফাইনাল জিতি, তখন ভেবেছিলাম যে, আমরা মাত্র আর এক ধাপ দূরে। কারণ আমরা সবকিছু ঠিকঠাক করছি। কোনও একটা জিনিস আমাদের বিশ্বকাপ ফাইনাল হারাতে পারে? এটা ভেবে আমার মাথায় কিছু আসেনি। কারণ আমি ভেবেছিলাম আমরা সব ঠিক করছি। আমরা ভালো ক্রিকেট খেলছি। আত্মবিশ্বাস ছিল। আসলে আমাদের একটা খারাপ দিন দেখারই ছিল আর সেটাই ছিল ফাইনাল। ভাববেন না যে, আমরা ফাইনালে খারাপ ক্রিকেট খেলেছিলাম, কিছু জিনিস আমাদের মতো হয়নি। তবে অস্ট্রেলিয়া আমাদের থেকে কিছুটা ভালো খেলছিল।'

১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩। ষষ্ঠবারের জন্য় বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ২০ বছর আগের বদলা নিতে পারল না ভারত। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেবার ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে। রোহিতদের সামনে সুযোগ ছিল মধুর প্রতিশোধ নেওয়ার। বদলায়নি ইতিহাস। আহমেদাবাদে অধরাই থাকে 'বদলাপুর'। স্বপ্নভঙ্গ, আবার বছর ২০ পর, বিশ্বসেরা সেই অস্ট্রেলিয়া। ১ লক্ষ ৩০ হাজার দর্শকের প্রবল শব্দব্রহ্ম মিলিয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে! সপ্তদশ আইপিএলশেষ হলেই ফের বাইশ গজে আইসিসি-র মহাযুদ্ধ। কুড়ি ওভারের ফরম্য়াটে শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে ২০টি দেশ। আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ। এই বছরই রোহিতের কাছে সুযোগ রয়েছে ফের বিশ্বকাপ জেতার। 

আরও পড়ুন: Virat Kohli| T20 World Cup 2024: 'বিশ্বকাপে যেন বিরাটকে না নেয় ভারত'! নক্ষত্র সতীর্থের কথায় বিতর্কের সুনামি...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.