IND vs SL | Asia Cup 2023: টানা তিনদিন খেলা...রোহিত কি বিরক্ত? কেন খেলছেন না শার্দূল!

Rohit Sharma On Continious 3 days play: টানা তিনদিন খেলছে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে এই নিয়ে কথা বললেন রোহিত শর্মা।  

Updated By: Sep 12, 2023, 03:48 PM IST
IND vs SL | Asia Cup 2023: টানা তিনদিন খেলা...রোহিত কি বিরক্ত? কেন খেলছেন না শার্দূল!
অকপট রোহিত শর্মা, জানিয়ে দিলেন তাঁর ভাবনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  চলতি এশিয়া কাপের (Asia Cup 2023) ফিরতি ম্য়াচে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া (Team India) ও পাকিস্তান (Team Pakistan)। শ্রীলঙ্কার আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত সুপার ফোরের ম্য়াচ চলেছে দু'দিন ধরে। ভারত ২২৮ রানে পাকিস্তানকে হারিয়ে লিখেছে ইতিহাস! পাকিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্য়াচে এটাই ভারতের সবচেয়ে বড় রানের ব্য়বধানে জয়! তবে টানা তৃতীয় দিন ভারতকে খেলতে হচ্ছে। প্রেমাদাসায় মঙ্গলবার ভারত ফের খেলছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্য়াচে নেমেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে ভারত। 

আরও পড়ুন: WATCH | IND vs PAK: বাপ রে বাপ! পাকিস্তানকে পিষেই পুলে ভারত, কোহলিদের সে কী উদ্দাম নাচ

টসের সময়ে রবি শাস্ত্রীর থেকে রোহিত টানা তিনদিন খেলা নিয়েই প্রশ্ন পেয়েছিলেন। যার উত্তরে ভারত অধিনায়ক বলেন, 'এটাই তো চ্যালেঞ্জ, স্পোর্টসম্যানদের এই চ্যালেঞ্জ নিতেই হয়। প্লেয়ার এবং দল হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের সামনে ছুড়ে দেওয়া হয়। গতরাতে আমরা এটা নিশ্চিত করেছিলাম যে, সবাই যেন পুলে নেমে তরতাজা হয়ে যায়। তবে আমরা সবাই তরতাজা আছি। কারণ এই দুই ম্য়াচের আগে পাঁচদিন ফাঁকা ছিল।'এদিন ভারতীয় দলে একটাই পরিবর্তন এসেছে। শার্দূল ঠাকুরের বদলে খেলছেন অক্ষর প্যাটেল। এই প্রসঙ্গে রোহিতের ব্যাখ্য়া, 'পিচটা অন্যরকম দেখাচ্ছে। অনেক বেশি শুষ্ক। কোনও ঘাস নেই। তাই আমরা শার্দূলের জায়গায় অক্ষরকে খেলাচ্ছি। হয়তো এই পিচ স্পিনারদের সাহায্য করবে, আমাদের দলে তিনজন কোয়ালিটি পেসারও রয়েছে।' (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারত ১০ ওভারে ৬৫ রান তুলে ফেলেছে। রোহিত ৩৯ ও শুভমন ১৮ রানে ব্যাট করছেন। রোহিতের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানও হয়ে গেল।)

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দল: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।

আরও পড়ুন: PIC | IND vs PAK: রণাঙ্গনে রক্তাক্ত প্রতিপক্ষের যোদ্ধা, সবার আগে ছুটে এলেন ভারতীয় নক্ষত্র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

 

 

.