SA vs IND: 'রাহুল-বিরাট দুর্দান্ত, কিন্তু আমরা...!' হার স্বীকার করে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার রোহিতের

Rohit Sharma On India Suffer Embarrassing Loss To South Africa: বিরাট কোহলি ও কেএল রাহুলের ভূয়সী প্রশংসা করলেন রোহিত শর্মা। সাফ বলছেন যে এই দুই ব্যাটার বাদ দিয়ে কেউ কিছু করতে পারেনি! নিজেকেও রাখলেন দলে।

Updated By: Dec 28, 2023, 09:59 PM IST
SA vs IND: 'রাহুল-বিরাট দুর্দান্ত, কিন্তু আমরা...!' হার স্বীকার করে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার রোহিতের
অকপট রোহিত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অধরাই থেকে গেল মাধুরী! ১৯৯২ সাল থেকে একই ট্র্যাডিশন বজায় রাখল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত টেস্ট সিরিজ জেতা হল না টিম ইন্ডিয়ার। বুধবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৩২ রানে ভারতকে হারিয়ে দিল। পাঁচদিনের টেস্ট তিন দিনে খতম করে দুই ম্য়াচের টেস্ট সিরিজে আয়োজক দেশ এগিয়ে গেল ১-০ ব্য়বধানে। ভারতের প্রাপ্তি শুধুই একরাশ লজ্জা ও অসহায় আত্মসমর্পণ। পিচে এমন কিছুও জুজু ছিল না। তবুও দক্ষিণ আফ্রিকার পেসারদের কাছে লুটিয়ে পড়ল ভারতের বিশ্ববন্দিত ব্য়াটিং লাইন-আপ। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বোলারদের সমালোচনা করলেন না। বলছেন যত দোষ ব্য়াটারদেরই।

আরও পড়ুন: SA vs IND: এবারও সেই অধরাই থেকে গেল মাধুরী! সেঞ্চুরিয়নে লজ্জার আত্মসমর্পণে স্বপ্নভঙ্গ ভারতের

খেলা শেষে রোহিত সম্প্রচারকারী চ্যানেলে বলেন, 'দেখুন আমরা যথেষ্ট ভাল খেলতে পারিনি আমরা। কেএল রাহুল দুর্দান্ত ব্যাটিং করেছে। কিন্তু আমরা বল হাতে পরিবেশের সদ্ব্য়বহার করতে ব্যর্থ হয়েছি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং খারাপ ছিল। বিরাট দুর্দান্ত ব্যাটিং করেছে। কিন্তু টেস্ট জিততে হলে সম্মিলিতভাবে খেলতে হয়। আমরা সেটা করতেই ব্যর্থ হয়েছি। ছেলেরা আগেও এখানে এসেছে। আমরা বুঝতে পেরেছি যে, এই পরিবেশ থেকে কী আশা করা যায়। প্রতিটি ব্যক্তির নিজস্ব পরিকল্পনা থাকে। আমাদের ব্যাটারদের বিভিন্ন সময়ে চ্যালেঞ্জের মধ্য়ে পড়েছে। আমরা ভালো ভাবে মানিয়ে নিতে পারিনি। আমরা দু'বারই ভালো ব্যাট করতে পারিনি বলেই এখানে দাঁড়িয়েছি। কিছু ইতিবাচক দিকও ছিল খেলায়। যদিও তিন দিনের মধ্যে খেলা শেষ হয়ে গেলে, খুব বেশি ইতিবাচক দিক থাকে না। কেএল যেভাবে ব্যাটিং করেছে, ও দেখিয়েছে যে এই রকম পিচে কী করা দরকার। বোলারদের নিয়ে খুব বেশি সমালোচনা করতে চাই না। তারা এখানে বেশি খেলেনি। আমরা আবার দলবদ্ধ হয়ে ফিরে আসব। আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের নতুন করে তৈরি করব। এরকমের ক্ষতি থেকে বেরিয়ে আসা কঠিন। কিন্তু একজন ক্রীড়াবিদ হিসাবে এই সময়ের মধ্য দিয়ে যেতেই হবে। দ্রুত ঘুরে দাঁড়াতে হবে আমাদের।' ৩ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট। এবার দেখার ভারত মুখরক্ষা করতে পারে কিনা!

আরও পড়ুন: WATCH: মাঠে চলছিল ক্রিকেট, আর গ্যালারিতে তখন উদ্দাম...! ক্যামেরায় কিংকর্তব্যবিমূঢ় কাপল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.