#RedTurnsBlue: লাল আরসিবি আচমকাই নীল! রোহিতদের সমর্থনে আবেগি চিঠি বিরাটদের
আরসিবি (RCB) মনে প্রাণে চাইছে মুম্বই এদিন হারিয়ে দিক দিল্লিকে। তাহলেই কেল্লাফতে! রোহিতদের সমর্থনে আরসিবি টুইটারে শুধু লোগোই বদলে ফেলল না। ফাফ অ্যান্ড কোং মুম্বই ফ্যানদের উদ্দেশ্য়ে আবেগি চিঠি লিখল আরসিবি। বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে আরসিবি-র পূর্ণ সমর্থন থাকবে মুম্বইয়ের সঙ্গে।
নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলের (IPL 2022) ৬৯ নম্বর ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium in Mumbai) এই ম্যাচের ওপরেই নির্ভর করছে দুই দলের প্লে-অফে যাওয়ার ভাগ্য।
শনির সন্ধ্যায় ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি যদি রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বইকে হারিয়ে দেয়, তাহলে দিল্লি সরাসরি পৌঁছে যাবে শেষ চারে। টানা তৃতীয় বার রিকি পন্টিংয়ের শিষ্য়রা খেলবে প্লে-অফ। আর এদিন দিল্লি যদি জিততে না পারে তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) খেলবে প্লে-অফ। সমীকরণ ঠিক এতটাই সোজা।
আরসিবি (RCB) মনে প্রাণে চাইছে মুম্বই এদিন হারিয়ে দিক দিল্লিকে। তাহলেই কেল্লাফতে। মুম্বইয়ের সমর্থনে আরসিবি টুইটারে শুধু লোগোই বদলে ফেলল না। ফাফ অ্যান্ড কোং মুম্বই ফ্যানদের উদ্দেশ্য়ে আবেগি চিঠি লিখল আরসিবি। বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে আরসিবি-র পূর্ণ সমর্থন থাকবে মুম্বইয়ের সঙ্গে।
প্লে-অফের টিকিট পাওয়ার জন্য মুম্বইয়ে জয় চাইছেন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার স্টেডিয়ামে উপস্থিত থাকবেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক। কোহলি আরবিসি অধিপতি ফাফ দু'প্লেসিসকে (Faf du Plessis) মজা করে বলেছন, "আগামী দু’দিন নিজেদের চাঙ্গা রাখার চেষ্টা করব আর মুম্বইকে সমর্থন করব। এখন মুম্বইয়ের আরও দু’জন সমর্থক বাড়ল (বিরাট এবং ফ্যাফ ডু’প্লেসিস)। বলা ভাল, ২৫ জন নতুন সমর্থক পেয়ে গিয়েছে মুম্বই। আমরা হয়তো স্টেডিয়ামেও থাকতে পারি।” ফাফও বলে দিয়েছেন, তিনি রোহিতদের উপর ভরসা রাখছেন।
আরও পড়ুন: Dhoni-Shastri: চল্লিশেও চূড়ান্ত ফিট ধোনি! প্রাক্তন শিষ্যের ফিটনেস রহস্য ফাঁস করলেন গুরু
আরও পড়ুন: IPL 2022 Playoffs Scenario: দিল্লির চোখ প্লে অফে, রোহিতদের সমর্থনে আরসিবি!