এক ঝলকে দেখে নিন দুই ফাইনালিস্টের সেরা ব্যাটসম্যানরা কেমন ফর্মে আছেন
আর কিছুক্ষণ পরেই শুরু টি২০ বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। ম্যাচ তো দেখতে বসবেন। কিন্তু তার আগে দু দলের পরিসংখ্যান দেখে নিন। তাহলে খেলা দেখতে সুবিধা হবে। দেখে নিন, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কেমন ফর্মে আছেন এই টি২০ বিশ্বকাপে।
ওয়েব ডেস্ক: আর কিছুক্ষণ পরেই শুরু টি২০ বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। ম্যাচ তো দেখতে বসবেন। কিন্তু তার আগে দু দলের পরিসংখ্যান দেখে নিন। তাহলে খেলা দেখতে সুবিধা হবে। দেখে নিন, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কেমন ফর্মে আছেন এই টি২০ বিশ্বকাপে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবথেকে বেশি রান করেছেন যাঁরা -
১) জনসন চার্লস - ৫ ম্যাচে ১১৬ রান।
২) ক্রিস গেইল - ৪ ম্যাচে ১০৯ রান।
৩) ফ্লেচার - ৩ ম্যাচে ১০৬ রান।
৪) মার্লন স্যামুয়েলস - ৫ ম্যাচে ৯৬ রান।
৫) আন্দ্রে রাসেল - ৫ ম্যাচে ৯০ রান।
ইংল্যান্ডের হয়ে সবথেকে বেশি রান করেছেন যাঁরা -
১) জো রুট - ৫ ম্যাচে ১৯৫ রান
২) জেসন রয় - ৫ ম্যাচে ১৮৩ রান।
৩) বাটলার - ৫ ম্যাচে ১৫৫ রান।