চোটের জন্য কিছুদিন মাঠের বাইরে সচিন

পায়ের পাতায় চোটের জন্য আগামী কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে সচিন তেন্ডুলকরকে। গত ইংল্যান্ড সফর থেকেই পায়ের পাতার চোটে ভুগছেন মাস্টার ব্লাস্টার।

Updated By: Mar 28, 2012, 01:43 PM IST

পায়ের পাতায় চোটের জন্য আগামী কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে সচিন তেন্ডুলকরকে। গত ইংল্যান্ড সফর থেকেই পায়ের পাতার চোটে ভুগছেন মাস্টার ব্লাস্টার।
মঙ্গলবার বিশেষজ্ঞ চিকিত্‍সক দেখানে লন্ডন উড়ে যান তিনি। সেজন্য বোর্ডের দেওয়া দ্রাবিড়ের সংবর্ধনা অনুষ্ঠানেও থাকতে পারেননি সচিন। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র থেকে জানা যাচ্ছে, পায়ের চোট সারাতে অস্ত্রোপচার করাতে হতে পারে তেন্ডুলকরকে। সেক্ষেত্রে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।

.