২৪ ঘণ্টাকে সচিনের এসএমএস, জানালেন ভোটের প্রচারে নামছেন না তিনি

আজ সকাল থেকে হঠাৎই একটা খবর প্রচার মাধ্যম গুলিতে দেখানো শুরু করেছিল। অবসরের পর নাকি কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে নামছেন সচিন তেন্ডুলকর। সূত্র মধ্যপ্রদেশের কংগ্রেসেরই প্রভাবশালী নেতা প্রমোদ দুগগাল। ২৪ ঘণ্টার তরফ থেকে মাস্টার ব্লাস্টারকে এই ঘটনার সত্যতা এসএমএস করে জানতে চাওয়া হলে স্বয়ং সচিন সেই এসএমএসের উত্তরে পরিস্কার জানিয়েছেন `নো`। অর্থাৎ অবসরের পর এখনই সরাসরি রাজনীতির ময়দানে নেমে নির্বাচনী প্রচার করছেন না।

Updated By: Oct 26, 2013, 03:57 PM IST

আজ সকাল থেকে হঠাৎই একটা খবর প্রচার মাধ্যম গুলিতে দেখানো শুরু করেছিল। অবসরের পর নাকি কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে নামছেন সচিন তেন্ডুলকর। সূত্র মধ্যপ্রদেশের কংগ্রেসেরই প্রভাবশালী নেতা প্রমোদ দুগগাল। ২৪ ঘণ্টার তরফ থেকে মাস্টার ব্লাস্টারকে এই ঘটনার সত্যতা এসএমএস করে জানতে চাওয়া হলে স্বয়ং সচিন সেই এসএমএসের উত্তরে পরিস্কার জানিয়েছেন `নো`। অর্থাৎ অবসরের পর এখনই সরাসরি রাজনীতির ময়দানে নেমে নির্বাচনী প্রচার করছেন না।
প্রসঙ্গত গত বছরেই সচিন কংগ্রেসের হয়ে রাজ্য সভার সাংসদ মনোনীত হয়েছেন। তবে সংসদ কক্ষে এখনও পর্যন্ত মাত্র দু`বার দেখা গেছে লিটলমাস্টারকে। এবং ২২গজে সচিনীয় তাণ্ডবে বিশ্বের তাবর বোলাররা থরহরিকম্প থাকলেও সংসদে কিন্তু নীরব দর্শকের ভূমিকাতেই দেখা গেছে সচিনকে।

.