সচিন এখন ব্র্যাডম্যানের দেশের 'অর্ডার'

ক্রিকেট বিশ্বের সবচেয়ে সফল দেশে বড় সম্মান পেতে চলেছেন ক্রিকেটের ভগবান। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা নাগরিক সম্মান `অর্ডার অফ অস্ট্রেলিয়া`র সাম্মানিক সদস্যপদ পেতে চলেছেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারকে এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়ান গিলার্ড।

Updated By: Oct 16, 2012, 11:56 AM IST

ক্রিকেট বিশ্বের সবচেয়ে সফল দেশে বড় সম্মান পেতে চলেছেন ক্রিকেটের ভগবান। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা নাগরিক সম্মান `অর্ডার অফ অস্ট্রেলিয়া`র সাম্মানিক সদস্যপদ পেতে চলেছেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারকে এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়ান গিলার্ড।
অস্ট্রেলিয়ায় এই পুরস্কার দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে কৃতিদের সম্মান জানাতে। এই প্রথম কোনও বিদেশি ক্রিকেটারকে অর্ডার অফ অস্ট্রেলিয়ার পুরস্কার দেওয়া হচ্ছে। সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট নাগরিকদের বিশেষ সম্মান দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এরমধ্যে সচিনকে এ-এম বিভাগের বিশিষ্ট সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন গিলার্ড। অস্ট্রেলিয়া-ভারত দ্বিপাক্ষিক আইনি সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সচিনকে এই সম্মান জানানো হবে। এর আগে সলিসিটর জেনারেল সলি শোরাবাজিকে এই সম্মানে ভূষিত করা হলেও,সচিনই দেশের বাইরে প্রথম কোন ক্রিকেটার,যাকে এধরনের সম্মানের জন্য মনোনীত করা হল বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী। সচিনকে স্পেশাল তাই তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে, বলে জানান গিলার্ড। বছরের শেষে ভারত সফরে গিয়ে শিল্প ও প্রাদেশিক মন্ত্রী সিমন ত্রিন তাঁর হাতে 'অর্ডার অফ অস্ট্রেলিয়া'পুরষ্কার তুলে দেবেন

.