ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজে দলে নেই সচিন যুবরাজ
আগামি চোদ্দই অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজ। বৃহস্পতিবার দল নির্বাচন করতে চেন্নাইতে বৈঠকে বসছেন জাতীয় নির্বাচক কমিটি। ইংল্যান্ড সফর থেকেই চোট সমস্যায় জর্জরিত ছিল ভারতীয় ক্রিকেট দল।
আগামি চোদ্দই অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজ।
বৃহস্পতিবার দল নির্বাচন করতে চেন্নাইতে বৈঠকে বসছেন জাতীয় নির্বাচক কমিটি।
ইংল্যান্ড সফর থেকেই চোট সমস্যায় জর্জরিত ছিল ভারতীয় ক্রিকেট দল।
সেই সমস্যা এবার দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজেও চোটের জন্য ইতিমধ্যেই এক দিনের সিরিজে সচিন যুবরাজকে দলে প্রায় না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে।
চোটের তালিকা এতটাই দীর্ঘ যে আশঙ্কা করা হচ্ছে ইংল্যান্ড সিরিজে অনেক তারকা ক্রিকেটারদের ছাড়াই মাঠে নামতে হত পারে ধোনিদের।
এই তালিকায় রয়েছেন বীরেন্দ্র সেওয়াগে, রোহিত শর্মা, জাহির খান, মুনাফ প্যাটেল সহ আরও অনেকে।
যাদের দলে থাকা নিয়ে সংশয় রয়েছে।
নেটে ব্যাটিং অনুশীলন করলেও বল ছুড়তে এখনও অসুবিধা হচ্ছে বীরুর।
সেওয়াগ না খেললে তাঁর জায়গায় গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করতে পারেন;পার্থিব প্যাটেল।
রোহিত শর্মার ফিটনেস নিয়েও প্রশ্ন রয়েছে।
বোলিংয়ের ক্ষেত্রে জাহির খান এবং মুনাফ প্যাটেলর ক্ষেত্রেও সবুজ সঙ্কেত দেননি দলের ফিজিও।
তাই এদেরও পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরী হয়েছে।
ইতিমধ্যেই এদের বিকল্প হিসাবেই নাম ভাবতে শুরু করেছেন নির্বাচকরা।
দলে প্রবীণ কুমার থাকলেও বরুণ অ্যারোণ এবং উমেশ যাদবের মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা।
স্পিনারদের মধ্যে দলে আর অশ্বিনের স্থান প্রায় পাকা।
চোট সারিয়ে উঠলেও, দল নির্বাচনের আগে হরভজনের সঙ্গে কথা বলবেন নির্বাচকরা।
সেক্ষেত্রে প্রজ্ঞান ওঝার নামও আলোচনায় উঠে আসতে পারে।
আপাতত যতটুকু জানা গিয়েছে চোটআঘাতের কথা মাথায় রেখে প্রথম দুটি একদিনের ম্যাচের দল ঘোষণা করবেন শ্রীকান্তরা।
সিনিয়রদের চোটগ্রস্ত থাকায় আবার তরুণদের নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে হবে ধোনিকে এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।