সচিনের ছেলে, তাই দলে অর্জুন! ক্ষোভ মুম্বইয়ে
এবার স্বজনপোষণের অভিযোগে বিতর্কে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুকর। মুম্বইয়ে অনূর্ধ্ব-চোদ্দ দলে পুত্র অর্জন তেন্ডুলকর সুযোগ পাওয়া নিয়ে ক্ষুব্ধ সুযোগ না পাওয়া একঝাঁক ক্রিকেটারের অভিভাবক।
এবার স্বজনপোষণের অভিযোগে বিতর্কে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুকর। মুম্বইয়ে অনূর্ধ্ব-চোদ্দ দলে পুত্র অর্জন তেন্ডুলকর সুযোগ পাওয়া নিয়ে ক্ষুব্ধ সুযোগ না পাওয়া একঝাঁক ক্রিকেটারের অভিভাবক।
তাঁদের অভিযোগ,পারফরম্যান্স থাকা সত্ত্বেও স্রেফ সচিনের ছেলেকে সুযোগ দেওয়া হবে বলে তাঁদের ছেলেদের ব্রাত্য করে রেখেছে নির্বাচক কমিটি। যাদের মধ্যে রয়েছে ডন বস্কো স্কুলের ভূপেন লালওয়ানি। ২৭৭ বলে দুরন্ত ৩৯৮ রান করা সত্ত্বেও তাঁকে দলের রাখার প্রয়োজনই বোধ করেননি নির্বাচকরা। সেখানে ১২৪ রান করার পরেও স্রেফ সচিনের পুত্র হওয়ার জন্য দলে ঢোকেন অর্জুন। এমনই অভিযোগ অভিভাবকদের।