সাইনা ঝড়ে থমকে গেল সিন্ধু গর্জন
আইবিএল ফাইনালে দ্বিতীয় ম্যাচে সাইনা নেহওয়ালের কাছে দাঁড়াতেই পারলেন না পিভি সিন্ধু। ভারতের ব্যাডমিন্টন রানি ব্যাডমিন্টনে ভারতের নয়া সেনশনকে ২১-১৫, ২১-৭ গেমে উড়িয়ে দিলেন। ফাইনালের প্রথম ম্যাচে তাঁর দল হায়দরাবাদ হটসটসকে আওয়াধ ওয়ারিওর্সে কাছে পরাজিত হলেও স্বরাজ্যের সিন্ধুকে হারিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনলেন।
আইবিএল ফাইনালে দ্বিতীয় ম্যাচে সাইনা নেহওয়ালের কাছে দাঁড়াতেই পারলেন না পিভি সিন্ধু। ভারতের ব্যাডমিন্টন রানি ব্যাডমিন্টনে ভারতের নয়া সেনশনকে ২১-১৫, ২১-৭ গেমে উড়িয়ে দিলেন। ফাইনালের প্রথম ম্যাচে তাঁর দল হায়দরাবাদ হটসটসকে আওয়াধ ওয়ারিওর্সে কাছে পরাজিত হলেও স্বরাজ্যের সিন্ধুকে হারিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনলেন।
আইবিএল-এর প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন সাইনা। ফাইনালের এই হাইভোলটেজ ম্যাচ ঘিরে প্রতিদ্বন্ধীতার যে আবহ তৈরি হয়েছিল সাইনার র্যাকেটের কাছে নতজানু হল সব জল্পনাই। প্রথম থেকেই আক্রমণত্মক ছিলেন সাইনা। উল্টো দিকে সিন্ধুকে শুরু থেকেই নার্ভাস লেগেছে সিন্ধুকে। প্রথম গেম সাইনা ২১-১৫তে জিতে যাওয়ার পরেই মনে হচ্ছিল তাঁর জয় শুধু সময়ের অপেক্ষা। দ্বিতীয় সেটে তার অনথ্যা হল না। গ্রুপ লিগের পুনরাবৃত্তি ঘটিয়ে দ্বিতীয় সেট আরও অনায়াসে জিতে নিলেন অধুনা বিশ্বের মহিলাদের চার নম্বর ব্যাডমিন্টন তারকা।