মা হওয়ার পর জয় দিয়ে পেশাদারি টেনিসে কামব্যাক করলেন সানিয়া মির্জা
২০১৭ সালের পর আবার টেনিস কোর্টে ফিরলেন সানিয়া।
নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্ট দেখতে এসে সানিয়া মির্জা জানিয়ে গিয়েছিলেন যে নতুন বছরেই টেনিস কোর্টে ফিরবেন তিনি। সেই কথামতোই অস্ট্রেলিয়ান ওপেনের আগে প্রস্তুতি টুর্নামেন্ট হোবার্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে নামেন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল। মা হওয়ার পর জয় দিয়ে পেশাদারি টেনিসে কামব্যাক করলেন সানিয়া মির্জা।
২০১৭ সালের পর আবার টেনিস কোর্টে ফিরলেন সানিয়া। প্রথমে চোটের জন্য টেনিস কোর্টের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। তারপর ২০১৮ সালের এপ্রিলে মা হওয়ার জন্য টেনিস থেকে ব্রেক নিতে হয়েছিল সানিয়াকে। ইউক্রেনের নাদিয়া কিচেনককে সঙ্গী করে হোবার্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন হায়দরাবাদী টেনিস সুন্দরী। কাতো-কালাশ্চনিকোভা জুটিকে ২-৬, ৭-৬(৭-৩), ১০-৩ গেমে হারালেন সানিয়ারা।
মঙ্গলবার কোর্টের বাইরে থেকে মায়ের জন্য অবশ্য চিয়ার করেন সানিয়ার ছোট্ট ছেলে।
আরও পড়ুন - ইস্টবেঙ্গলে আসা হল না সোনি নর্ডির, নেপথ্যে মোহনকর্তারা