নিজস্ব প্রতিবেদন: তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে সফল। তবুও বিরাট কোহলিকে (Virat Kohli) ভারতের (Team India) সর্বকালের সেরা অধিনায়ক বলতে রাজি নন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। বরং তাঁর কাছে ভারতের সেরা অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এরপর কপিল দেব (Kapil Dev), সুনীল গাভাসকর (Sunil Gavaskar), সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Sourav Ganguly) রেখেছেন সঞ্জয়। সঞ্জয়ের পছন্দের তালিকায় সবার শেষে রয়েছেন কোহলি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘ক্যাপ্টেন কুল’-এর নেতৃত্বে তিনটি আইসিসি প্রতিযোগিতা জিতেছে ভারতীয় দল। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও, ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।


সেটা মনে করিয়ে দিয়ে সঞ্জয় বলছেন, “আমার মতে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক হল মহেন্দ্র সিং ধোনি। কারণ আমি একজন অধিনায়ককে শুধু দ্বিপাক্ষিক সিরিজ জয় দিয়ে বিচার করিনা। আমার কাছে আইসিসি প্রতিযোগিতা জেতাও একটা বড় মাইলস্টোন। কারণ সেটাই ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ।“ তিনি আরও বিশদে যোগ করেছেন, “দ্বিপাক্ষিক সিরিজ খেলা হল অনেকটা অফিস যাওয়ার মতো। আপনি সারাদিন কাজ করে সন্ধের দিকে ঘরে ফিরে যাবেন। তেমন একটা চাপ থাকে না। কিন্তু আইসিসি প্রতিযোগিতায় আসল শক্তির পরিচয় পাওয়া যায়। সেই জায়গায় ধোনি সবার উর্ধে। এরপর কপিল দেব, সুনীল গাভাসকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় আসবে। সবার শেষে থাকবে বিরাট। কারণ আইসিসি প্রতিযোগিতায় ওর কোনও সাফল্য নেই।“



আরও পড়ুন: স্ত্রী Sanjana Ganesan-এর সঙ্গে বিন্দাস মেজাজে ছুটি কাটাচ্ছেন Jasprit Bumrah, দেখুন ছবি


আরও পড়ুন: ‘Ravi Shastri নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কথা বলছেন’, Sanjay Manjrekar-এর বিস্ফোরণ


তবে কোহলিকে সেরার আসনে না বসালেও, তাঁর আগ্রাসী মানসিকতায় মজে রয়েছেন সঞ্জয়। তাই ২০১৭-১৮ মরশুমের দক্ষিণ আফ্রিকা সফরের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, “এর আগের দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের অভিজ্ঞতা মোটেও ভাল ছিল না। খারাপ পিচ ও ব্যাটিং ব্যর্থতার জন্য ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে পিছিয়ে গেলেও কোহলি কিন্তু হাল ছাড়েনি। ওর লড়াকু ও আগ্রাসী মানসিকতার জন্য শেষ টেস্টে জয় পেয়েছিল ভারত। তবে এমন উদাহরণ শুধু দক্ষিণ আফ্রিকায় নয়। গত পাচ-ছয় বছরে আগ্রাসী ও হার না মানা অধিনায়ক হিসেবে এমন অনেক উদাহরণ তুলে ধরেছে কোহলি।“


তবে শুধু আগ্রাসী মনোভব নয়, একই সঙ্গে বড় মঞ্চে সাফল্যও আলাদা মাত্রা যোগ করে। সেটাও ফের বুঝিয়ে দিলেন ভারতের প্রাক্তন ব্যাটার। তিনি বলেন, “বিশ্ব টেস্ট ফাইনালে বিরাট লড়লেও ভারত হেরে যায়। এতে লাভ কি হল! দিনের শেষে তো জয় হল আসল কথা। সেটা তো আসেনি।“


শুধু তাই নয়, কেন বিরাট ভারতের বাকি প্রাক্তন অধিনায়কদের থেকে পিছিয়ে রয়েছেন সেটাও জানালেন তিনি। সঞ্জয় যোগ করেছেন, “দেখুন ভারতীয় ক্রিকেট তো গত ১০ বছরে সীমাবদ্ধ থাকতে পারে না। এর আগেও আমাদের দেশের ক্রিকেটে অনেক গৌরভ ছিল। সৌরভ যখন দায়িত্ব গ্রহণ করে তখন ভারতীয় দল ফিক্সিং-এ জর্জরিত ছিল। সেই জায়গা থেকে দলকে টেনে তুলেছিল সৌরভ। কপিল দেব ও গাভাসকরের আমলে একাধিক ক্রিকেটার হীনমন্যতায় ভুগত। তবুও একাধিক সাফল্য এসেছে। সেগুলোও কিন্তু মনে রাখা উচিত।“


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App