WATCH | Sanjay Manjrekar | Women's T20 World Cup 2024: 'এখনই বরখাস্ত করা হোক', জাতিভেদে অন্ধ প্রাক্তন তারকা! অন-এয়ারে ছাড়ালেন সব সীমা...

 Sanjay Manjrekar Slammed For Racist Comment: চূড়ান্ত জাতিবিদ্বেষী মন্তব্য় করে নেটপাড়ায় আক্রান্ত সঞ্জয় মঞ্জরেকর! অন-এয়ারে ছাড়ালেন সব  সীমা...

Updated By: Oct 5, 2024, 04:18 PM IST
WATCH | Sanjay Manjrekar | Women's T20 World Cup 2024: 'এখনই বরখাস্ত করা হোক', জাতিভেদে অন্ধ প্রাক্তন তারকা! অন-এয়ারে ছাড়ালেন সব সীমা...
প্রবল সমালোচনার মুখে মঞ্জরেকর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও অধুনা ধারাভাষ্য়কার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) বিতর্ক খোঁজেন, না বিতর্ক তাঁকে খোঁজে, তা নিয়ে বিস্তর আলোচনা চলতেই পারে। ফের একবার বিতর্কে সঞ্জয়। মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত- নিউ জিল্য়ান্ড (India vs New Zealand, Women's T20 World Cup 2024) ম্য়াচ চলাকালীন কমেন্ট্রি করছিলেন সঞ্জয়। আর তখনই তিনি যা বলে ফেলেন, তা নেটপাড়ায় ঝড় তুলে দিল...নেটিজেনরা মানতে পারছে না যে, কীভাবে জাতিভেদে অন্ধ হতে পারেন এক প্রাক্তন ভারতীয় তারকা!

আরও পড়ুন: হাতের নকশায় এবার 'ঈশ্বরের পরিকল্পনা'! নাইট নক্ষত্রের এই নতুন ট্যাটুর নেপথ্যে কে?

সঞ্জয় ভারতের ইনিংস চলাকালীন বলে বসেন, 'সরি আমি ঠিক চিনতে পারলাম না। আসলে উত্তরের (উত্তর ভারতের) ক্রিকেটারদের দিকে আমি খুব একটা নজর দিই না।' এরপরেই একের পর এক নেটিজেনরা আক্রমণ করেন তাঁকে। কেউ লেখেন, 'এখনই বরখাস্ত করা হোক'! সঞ্জয়ের ধারাভাষ্য়কার তাঁকে মুনিশ বালির ব্য়াপারে কথা বলছিলেন, মুনিশ পঞ্জাবের প্রাক্তন ক্রিকেটার। হরমনপ্রীত কৌরদের ফিল্ডিং কোচ হিসেবেই দায়িত্ব সামলাচ্ছেন এখন। তাঁকেই নাকি চিনতে পারেননি সঞ্জয়। 

এবার আসা যাক ভারত- নিউ জিল্য়ান্ড ম্য়াচের কথায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাপযুদ্ধের প্রথম ম্য়াচেই মুখ থুবড়ে পড়ে হরমনপ্রীতরা। সোফি ডিভাইনের টিম টস জিতে প্রথমে ব্য়াট করে ৪ উইকেটে ১৬০ রান তুলেছিল। ভারত সেই রান তাড়া করতে নেমে ১৯ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায়। ৩৬ বলে অপরাজিত ৫৭ রান করার পাশাপাশি অধিনায়ক সোফি নিয়েছেন দুর্দান্ত তিনটি ক্যাচ। তিনিই হয়েছেন ম্য়াচের সেরা। 

আরও পড়ুন: মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতীয় দলের! সেরেই উঠছিলেন শামি, আচমকাই...!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.