কোচ হয়ে বাগানে জয়ের সুভাষ ফেরাতে চান সঞ্জয় সেন

এলকো,মরগ্যানকে পেছনে ফেলে মোহনবাগানের নতুন কোচ হলেন সঞ্জয় সেন। সোমবার টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠকের পর বাঙালি এই কোচকেই তাদের পরবর্তী কোচ হিসাবে বেছে নেন মোহনবাগান কর্তারা।

Updated By: Dec 8, 2014, 08:43 PM IST
কোচ হয়ে বাগানে জয়ের সুভাষ ফেরাতে চান সঞ্জয় সেন

ওয়েব ডেস্ক: এলকো,মরগ্যানকে পেছনে ফেলে মোহনবাগানের নতুন কোচ হলেন সঞ্জয় সেন। সোমবার টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠকের পর বাঙালি এই কোচকেই তাদের পরবর্তী কোচ হিসাবে বেছে নেন মোহনবাগান কর্তারা।

মঙ্গলবার মোহনবাগান কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন নতুন কোচ সঞ্জয় সেন। কর্তারা বুধবার থেকেই নতুন কোচকে মাঠে নামিয়ে দিতে চাইছেন। সঞ্জয় সেনের সঙ্গে আলোচনা করে দু-একজন স্বদেশীয় ডিফেন্ডার নিতে পারে মোহনবাগান।

ফুটবলার জীবনে বড় দলে খেলার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হয়নি। এবার বড় দলের কোচিং করানোর স্বপ্ন পূরণ হতে চলেছে। তাই মোহনবাগানের দায়িত্ব পাওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সঞ্জয় সেন। নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসাবেই দেখছেন তিনি।

সুভাষ ভৌমিকের তৈরি এবারের দলকে যথেষ্ট ভাল বলেই মনে করেন মোহনবাগানের নতুন কোচ। তাই ফেডারেশন কাপের আগে অল্প সময় থাকলেও অসুবিধা হবে না বলেই দাবি সঞ্জয় সেনের।

.