করোনায় আক্রান্ত ভারতীয় বক্সার সরিতা দেবী, কোভিড পজিটিভ তাঁর স্বামীও
যদিও তাঁর ছেলের রিপোর্ট নেগেটিভ বলে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: করোনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় ক্রীড়াজগত্কে। ভারতীয় হকি দলের ছয় খেলোয়াড় সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এবার করোনাভাইরাসে সংক্রমিত হলেন ভারতীয় মহিলা বক্সার সরিতা দেবী। একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর স্বামীও।
পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সরিতাদেবী সোমবার নিজেই তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর জানান। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। গায়ে সামান্য ব্যথা অনুভব করছিলেন। তাই সময় নষ্ট না করে তিনি করোনা পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ এসেছে।
সরিতা দেবীর পাশাপাশি তাঁর স্বামী থইবা সিং-এর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। যদিও তাঁর ছেলের রিপোর্ট নেগেটিভ বলে জানা গিয়েছে। সরিতা দেবী এবং তাঁর স্বামী দুজনেই ইম্ফলের কোভিড কেয়ার সেন্টারে থাকছেন।
আরও পড়ুন - ধোনির একটা রেকর্ড আজীবন অক্ষত থেকে যাবে, বাজি ধরছেন গম্ভীর