Indonesia Open 2023: প্রথম ভারতীয় হিসেবে বিরল নজির সাত্ত্বিকসাইরাজ-চিরাগের! বিদেশে ইতিহাস দুই কৃতীর
Satwiksairaj, Chirag become 1st Indian pair to win doubles title in Super 1000 event: করে দেখালেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। জাকার্তায় ইতিহাস লিখলেন ভারতের দুই কৃতী সন্তান। প্রথমবার ঘটল এমন কিছু। ১৮ জুন তারিখটি সোনার হরফে লেখা হল ইতিহাসে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ কী করলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy And Chirag Shetty)! অভাবনীয় বললেও কম, অবিশ্বাস্য়ও যথার্থ নয়। রবিবার জাকার্তায় 'সোনালি' ইতিহাস লিখে ফেলেলেন ভারতের গর্ব সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। ১৮ জুন ২০২৩, রেড লেটার ডে হিসেবে লেখা থাকবে ভারতীয় ব্যাডমিন্টনে। এদিন দেশের প্রথম ডাবলস জুটি হিসেবে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ ব্যাডমিন্টন সুপার ১০০০ ইভেন্ট জিতে (Badminton Super 1000 event) গলায় ঝোলালেন স্বর্ণপদক। বিশ্বের ছয় নম্বর জুটি সাত্ত্বিকসাইরাজ-চিরাগ মালয়েশিয়ার অ্যারন চিয়া ও শো ওকি ইকাকে দুই গেমের রুদ্ধশ্বাস গেমে হারিয়ে দিলেন। ডাবলস জুটি ইন্দোনেশিয়ান ওপেন ফাইনাল জিতলেন ২১-১৭, ২১-১৯ ব্যবধানে। গত এপ্রিলে দেশের প্রথম ডাবলস জুটি হিসেবে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ সোনা জিতেছিলেন ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে। তারপর আবার এই নজির। গতবছর কমনওয়েলথে সোনা ও বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ছিল সাত্ত্বিকসাইরাজ-চিরাগের।
আরও পড়ুন: Ajinkya Rahane: বিদেশের মাটিতেই ঝালিয়ে নেবেন নিজেকে, রাহানেকে নিয়ে চলে এল বিরাট আপডেট
সাত্ত্বিকসাইরাজ- চিরাগ এদিন বিশ্বচ্যাম্পিয়নদের হারালেন। যাঁরা আবার এশিয়ান চ্যাম্পিয়নও। ৪৩ মিনিটের লড়াইয়ে ভারতীয়রা প্রথম গেমে ধুঁকতে হয়েছিল। কিন্তু তাঁরা দ্রুত গতি তুলতে শুরু করে মিড-গেম ব্রেকে ১১-৯ এগিয়ে যান। দ্বিতীয় গেমে ভারতীয়রা আধিপত্য নিয়েই খেলতে শুরু করনে। মালয়েশিয়ান জুটি বেশ কয়েকবার বেগ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সাত্ত্বিকসাইরাজ- চিরাগের চাপের সামনে শেষপর্যন্ত অসহায় আত্মসমর্পণ করেন। বিউব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ছ'টি লেভেলে বিভক্ত। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস, ফোর সুপার ১০০০, সিক্স সুপার ৭৫০, সেভেন সুপার ৫০০ ও ইলেভেন সুপার ৩০০। বিডব্লিউ ট্যুর সুপার ১০০০ অন্য ক্যাটেগরিতে পড়ে। যা ব়্যাঙ্কিং পয়েন্টসের ওপর। প্রতিটি টুর্নামেন্টেই ব়্যাঙ্কিং পয়েন্টস ও পুরস্কারমূল্য আলাদা। তবে সুপার ১০০০ লেভেলে সবচেয়ে বেশি পয়েন্ট রয়েছে। সর্বাধিক পুরস্কারমূল্য এখানেই।