পরাজিত ঘরের ছেলে সুব্রত, বাগানের নয়া সচিব সত্যজিৎ চ্যাটার্জি

Updated By: May 18, 2015, 12:10 PM IST
পরাজিত ঘরের ছেলে সুব্রত, বাগানের নয়া সচিব সত্যজিৎ চ্যাটার্জি

ব্যুরো: এবারের মোহনবাগান নির্বাচনে সব চেয়ে বড় আকর্ষণ ছিল ফুটবল সচিব পদে দুই মোহনবাগানী সুব্রত ভট্টাচার্য এবং সত্যজিত্ চ্যাটার্জির লড়াই। কিন্তু শেষ হাসি হাসলেন সত্যজিত্ চ্যাটার্জি। ঘরের ভোটে হেরে গেলেন ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য। মোহনবাগানের নির্বাচনে সুব্রত ভট্টাচার্যের ক্যারিশমাকে সমীহ করছিলেন শাসক গোষ্ঠীর কর্তারা।

কিন্তু আদতে দেখা গেল শাসক গোষ্ঠীর সমবেত শক্তির কাছে কার্যত ম্লান হয়ে গেল মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের লড়াই। সুব্রত ভট্টাচার্যকে হারিয়ে মোহনবাগানের নতুন ফুটবল সচিব হলেন সত্যজিত্ চ্যাটার্জি। সত্যজিত্ চ্যাটার্জির প্রাপ্ত ভোট তিন হাজার তিনশো বারোটি। সুব্রত ভট্টাচার্য ভোট পেয়েছন এক হাজার ছশো এগারো।

রাত নটা নাগাদই নেতাজি ইন্ডোর ছেড়ে চলে যান সুব্রত ভট্টাচার্য। কার্যত অখেলোয়াড় সুলভ আচরণ দেখিয়ে ভোট গণণার শেষ হওয়ার অনেক আগেই নির্বাচনী কেন্দ্র ছাড়েন তিনি। স্টেডিয়াম ছাড়ার আগে সুব্রত ভট্টাচার্য জানিয়ে যান সংগঠিত শক্তির কাছেই হারতে হল তাঁকে। বারবার আদালতে দ্বারস্থ হওয়াও তাঁদের বিপক্ষে গেছে বলে দাবি সুব্রত ভট্টাচার্যের।

.