SAvsIND: 'ফুরফুরে' মেজাজে Virat Kohli, সেঞ্চুরিয়নে ব্যাট হাতে অনুশীলন শুরু টেস্ট অধিনায়কের

রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলের সহ অধিনায়ক হলেন কেএল রাহুল (KL Rahul)। 

Updated By: Dec 18, 2021, 11:48 PM IST
SAvsIND:  'ফুরফুরে' মেজাজে Virat Kohli, সেঞ্চুরিয়নে ব্যাট হাতে অনুশীলন শুরু টেস্ট অধিনায়কের

নিজস্ব প্রতিবেদন: যাবতীয় চাপ-বিতর্ককে সরিয়ে ফের ক্রিকেটেই মন দিলেন বিরাট কোহলি ( Virat Kohli)। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শুরু আগে ব্যাট হাতে নেমে পড়লেন অনুশীলনে। সেঞ্চুরিয়নে ভারতীয় দলের প্রথম প্র্যাকটিস সেশনের ছবি পোস্ট করল বিসিসিআই (BCCI)।

টি-টোয়েন্টি (T-20) দলের অধিনায়কত্ব নিজেই ছেড়েছেন। ওয়ান-ডে (ODI) ফরম্যাটেও অধিনায়ক হিসেবে পথচলা শেষ। দক্ষিণ আফ্রিকার সফরে আগে  ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বিস্ফোরণ ঘটিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। দাবি করেছিলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল ঘোষণার মাত্র ৯০ মিনিট আগে জানতে পারেন যে, টি-২০ ফরম্যাটের পর ওয়ানডে ফরম্যাটেও আর অধিনায়ক থাকছেন না। বোর্ডের তরফে সেভাবে তাঁর সঙ্গে যোগাযোগই করা হয়নি। তা নিয়ে জলঘোলাও কম হয়নি।

আরও পড়ুন: 83: বিশ্ব জয়ের স্মৃতিতে মজলেন Gavaskar, Kapil Dev, Mohinder Amarnath

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। বিরাট-সহ ভারতীয় দল পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকায় (South Africa)। বিদেশ সফর শুরু হওয়ার পর শরীরী ভাষা বদলে গিয়েছে ভারতের টেস্ট অধিনায়কেরও। দেখে মনে হচ্ছে, ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। স্রেফ সতীর্থদের সঙ্গে 'ফুটভলি' খেলাই নয়, প্রথমদিন অনুশীলনে দলের নতুন হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে খোশ মেজাজে আড্ডা দেন কিং কোহলি'-কে।  

 

নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং-ও করেন বিরাট। এদিন সন্ধ্যায় সেই ছবিও পোস্ট করেছে বিসিসিআই (BCCI)। ছবিতে বিরাট কোহলির সঙ্গে দেখা যাচ্ছে, টেস্ট দলের সহ-অধিনায়ক কেএল রাহুল (KL Rahul), চেতেশ্বর পূজারা (Cheteshwar Puajara), রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)-সহ আরও অনেকেই।

 

শেষ মুহূর্তে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা (South Africa) যেতে পারেননি রোহিত শর্মা (Rohit Sharma)। এদিন সকালে 'হিটম্যান'-র বদলে ভারতীয় টেস্ট দলে সহ-অধিনায়ক হিসেবে কেএ রাহুলের (KL Rahul) নাম ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.