ISL 2020-21: অবশেষে আইএসএলে প্রথম পয়েন্ট পেল এসসি ইস্টবেঙ্গল

জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ৬৮ মিনিটের বেশি সময় ধরে দশ জনে খেলে আটকে দিল রবি ফাউলারের লাল হলুদ ব্রিগেড।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 10, 2020, 11:21 PM IST
ISL 2020-21: অবশেষে আইএসএলে প্রথম পয়েন্ট পেল এসসি ইস্টবেঙ্গল
ছবি সৌজন্যে : ISL

নিজস্ব প্রতিবেদন: পরপর তিন ম্যাচে হারের পর অবশেষে আইএসএলের চতুর্থ ম্যাচে এসে পয়েন্ট পেল এসসি ইস্টবেঙ্গল। যে জামশেদপুর এফসি টানা তিন ম্যাচ জেতা এটিকে মোহনবাগানের জয়রথ থামিয়েছিল আগের ম্যাচে, সেই জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ৬৮ মিনিটের বেশি সময় ধরে দশ জনে খেলে আটকে দিল রবি ফাউলারের লাল হলুদ ব্রিগেড। ভালসকিসদের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল এসসি ইস্টবেঙ্গল।

 

আইএসএলের প্রথম দুটি ম্যাচে নাস্তানাবুদ হলেও নর্থইস্ট ইউনাইটেড এফসি বিরুদ্ধে ভাল ফুটবল খেলেছিল ফাউলারের দল। জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামার আগে পিলকিংটন, মাঘোমাদের কাছে এটাই ছিল ইতিবাচক দিক। এদিন অবশ্য প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেন ফাউলার। আক্রমণে শুরু থেকে জেজেকে নামান। গোলে শঙ্কর রায়। কিন্তু খেলা শুরুর ২৪ মিনিটেই জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লাল-হলুদের ইউজেনসন লিংডো। তবু ১০ জনের এসসি ইস্টবেঙ্গল ভালসকিস-মনরয়দের  বিরুদ্ধে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে গেল।

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জামশেদপুরের লালডিনলিয়ানা রেনথেলেই জোড়়া হুলদ কার্ড দেখায় লাল কার্ড দেখেন। তখন অবশ্য ম্যাচ শেষ লগ্নে। শেষ কয়েক মিনিট দুই দল ১০ জনে খেললেও স্কোরলাইন গোলশূন্যই থেকে যায়। অবশেষে ম্যাচ ড্র করে আইএসএলে পয়েন্টের খাতা খুলল এসসি ইস্টবেঙ্গল।  

আরও পড়ুন- ISL 2020-21: হার ভুলে হায়দরাবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া এটিকে মোহনবাগান, চোট সমস্যা হাবাসের দল

.