নিজস্ব প্রতিবেদন : ফুটবল খেলতে নেমে হেড দেওয়া যাবে না। যেভাবেই হোক, মাথায় বল ঠেকানো যাবে না। হেড ছাড়া ফুটবল কি সম্ভব? স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কচি-কাচা ফুটবলারদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। স্কটল্যান্ডের অনেক প্রাক্তন ফুটবলার ডিমেনশিয়া রোগে আক্রান্ত। আর এই রোগে আক্রান্ত রোগীদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে। সেই জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে এফএ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্কিন যুক্তরাষ্ট্রে অবশ্য ২০১৬ সাল থেকে বয়স ভিত্তিক কয়েকটি স্তরের ফুটবলে হেড নিষিদ্ধ। তিনটি ইয়ুথ ন্যাশনাল টিম ও অ্যাকাডেমি এবং মেজর লিগ সকার ক্লাবগুলোর ইয়ুথ টিমের হেড দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। ১০ বছরের কম বয়সী খেলোয়াড়দের হেড দেওযা শেখাতে বারণ করা হয়েছে কোচদের। এমনকী ম্যাচে কোনও ফুটবলার ইচ্ছাকৃত হেড করলে বিপক্ষ দলকে ফ্রি কিক দেওয়া হয়।


আরও পড়ুন-  চ্যাম্পিয়ন! মা হওয়ার পর কোর্টে ফিরেই বড় জয় সানিয়ার


১১ এবং ১২ বছর বয়সী ফুটবলারদের অবশ্য হেড শেখার ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা নেই। ইউরোপের প্রথম দেশ হিসেবে ফুটবলে হেড করার ওপর নিষেধাজ্ঞা জারি করল স্কটল্যান্ড। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে ফুটবল থেকে হেড শব্দটা উঠে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।