Syed Mushtaq Ali Trophy: বিবেকের সেঞ্চুরি, ঈশানের দুরন্ত বোলিংয়ে Jharkhand-কে উড়িয়ে দিল বাংলা

৬৪ বলে অপরাজিত সেঞ্চুরি করলেন বিবেক। ১৩টি চার ও ৩টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 12, 2021, 04:44 PM IST
Syed Mushtaq Ali Trophy: বিবেকের সেঞ্চুরি, ঈশানের দুরন্ত বোলিংয়ে Jharkhand-কে উড়িয়ে দিল বাংলা
ছবি সৌজন্যে: CAB Media

নিজস্ব প্রতিবেদন: বিবেক সিংয়ের অপরাজিত সেঞ্চুরি সঙ্গে বল হাতে দুরন্ত ঈশান পোড়েল। ইডেন গার্ডেন্সে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে ১৬ রানে হারাল বাংলা। এলিট বি গ্রুপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল অনুষ্টুপ মজুমদারের দল। প্রথম ম্যাচে ওড়িশাকে ৯ উইকেটে হারায় বাংলা দল।    

মঙ্গলবার ইডেন গার্ডেন্সে ঝাড়খণ্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। ওপেনার বিবেক সিং টপ ফর্মে। রবিবার ওড়িশার বিরুদ্ধে ৩৫ বলে অপরাজিত ৫৪ রানের ঝোড়ো ইনিংস যেখানে শেষ করেছিলেন, মঙ্গলবার ইডেন গার্ডেন্সে সেখান থেকেই শুরু করলেন তিনি। ৬৪ বলে অপরাজিত সেঞ্চুরি করলেন বিবেক। ১৩টি চার ও ৩টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস। বাংলার আর এক ওপেনার শ্রীবৎস গোস্বামী ২৭ রান করেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে বাংলা। ঝাড়খণ্ডের মনু ৩টি এবং রাহুল শুক্লা ২টি উইকেট নেন।

আরও পড়ুন - অস্ত্রোপচার শেষে দ্রুত মাঠে ফেরার বার্তা Ravindra Jadeja-র

১৬২ রানের টার্গেট নিয়ে ব্য়াট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ঝাড়খণ্ড। বিরাট সিং (৪৭), অধিনায়ক ঈশান (২২) এবং উত্কর্ষ সিং (২৮) রান পেলেন, কিন্তু টার্গেটে পৌঁছতে পারলেন না। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ঝাড়খণ্ড। প্রথম ম্যাচে চার উইকেট নেওয়ার পর ইডেনে তিন উইকেট নিলেন বাংলার পেসার ঈশান পোড়েল।  ২টি উইকেট নেন ঋত্বিক চ্যাটার্জি। বাংলার পরের ম্যাচ ১৪ জানুয়ারি হায়দরাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে।

আরও পড়ুন - প্রত্যাবর্তনেই উইকেট, নির্বাসন কাটিয়ে মাঠে ফিরে আগের মতোই আগ্রাসী Sreesanth

.